ধ্বংসের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী, মন্তব্য সূর্যকান্তের

মুখ্যমন্ত্রী হয়েও ধ্বংসের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক যেমনটা করতেন বিরোধীনেত্রী থাকাকালীন। কাকদ্বীপ সাবডিভিশনের  ঢোলার মাঠে বামফ্রন্টের সমাবেশে এভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। দক্ষিণ চব্বিশ পরগনা জেলাপরিষদকে  রাজ্যের সবথেকে দুর্নীতিগ্রস্ত জেলাপরিষদ বলেও মন্তব্য করেন তিনি।

Updated By: Jan 22, 2013, 09:56 AM IST

মুখ্যমন্ত্রী হয়েও ধ্বংসের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক যেমনটা করতেন বিরোধীনেত্রী থাকাকালীন। কাকদ্বীপ সাবডিভিশনের  ঢোলার মাঠে বামফ্রন্টের সমাবেশে এভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। দক্ষিণ চব্বিশ পরগনা জেলাপরিষদকে  রাজ্যের সবথেকে দুর্নীতিগ্রস্ত জেলাপরিষদ বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার ক্যানিংয়ে মুখ্যমন্ত্রীর জনসভার দিনেই  কাকদ্বীপ সাবডিভিশনের ঢোলা থানার মাঠে পাল্টা সভা করল বামেরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বামকর্মী সমর্থকদের মনোবল বাড়াতে প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তাঁর অভিযোগ, সরকারে এসেও ধ্বংসের রাজনীতিই করছেন মুখ্যমন্ত্রী।
দুহাজার আটের পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ হাতছাড়া হয় বামেদের। দক্ষিণ চব্বিশ পরগনাকে সবথেকে দুর্নীতিগ্রস্ত জেলা পরিষদ বলেও কটাক্ষ করেন বিরোধী  দলনেতা।
পার্কস্ট্রিট থেকে শুরু করে কাটোয়া। মহিলাদের ওপর একের পর এক নির্যাতনের ঘটনা সামনে এলেও প্রাথমিকভাবে কিছু হয়নি বা সাজানো ঘটনা বলেই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। কাকদ্বীপের জনসভা থেকে সেবিষয়েও মুখ্যমন্ত্রীর সমালোচনা শোনা গেছে সূর্যকান্ত মিশ্রের গলায়।
ধনেখালিতে পুলিস লকআপে তৃণমূলকর্মী কাজি নাসিরুদ্দিনের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী নীরব কেন সে প্রশ্নও তোলেন সূর্যবাবু। এদিনের সমাবেশে   অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কান্তি গাঙ্গুলি, সুজন চক্রবর্তীসহ জেলার অন্যান্য বাম নেতারাও।

.