প্রয়াত স্বামী শ্রীকরানন্দ
প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্বামী শ্রীকরানন্দ। আজ সকাল ছটা দশ মিনিটে পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। গত কয়েক বছর তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগে ভুগছিলেন।
প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্বামী শ্রীকরানন্দ। আজ সকাল ছটা দশ মিনিটে পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। গত কয়েক বছর তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগে ভুগছিলেন।
স্বামী বিশুদ্ধানন্দের অনুপ্রেরণায় ১৯৭৩ সালে ছত্তিসগড়ের রায়পুর কেন্দ্রে যোগ দেন স্বামী শ্রীকরানন্দ। ১৯৮২ সালে স্বামী বীরেশ্বরানন্দ তাঁকে সন্ন্যাসে দীক্ষা দেন। এরপর তিন বছর ছত্তিসগড়ের নারায়ণপুর কেন্দ্রের দায়িত্বে ছিলেন তিনি। ১৯৯৫ সালে তিনি রামকৃষ্ণ মঠের ট্রাস্টি মনোনীত হন। একইসঙ্গে তিনি রামকৃষ্ণ মিশনের সদস্য হন। ওই বছরই তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নির্বাচিত হন।