বিনা নোটিশে বন্ধ হল চামুর্চি চা বাগান
বিনা নোটিশে তালা ঝুলিয়ে দেওয়া হল ডুয়ার্সের চামুর্চি চা বাগানে। অভিযোগ, শ্রমিকদের প্রাপ্য বেতন না মিটিয়েই বাগান ছেড়েছেন মালিকপক্ষের লোকজন। হঠাৎ বাগান বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারিয়ে পথে বসেছেন বাগানের ১০৭৪ শ্রমিক।
বিনা নোটিশে তালা ঝুলিয়ে দেওয়া হল ডুয়ার্সের চামুর্চি চা বাগানে। অভিযোগ, শ্রমিকদের প্রাপ্য বেতন না মিটিয়েই বাগান ছেড়েছেন মালিকপক্ষের লোকজন। হঠাত্ বাগান বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারিয়ে পথে বসেছেন বাগানের ১০৭৪ শ্রমিক।
বন্ধ হয়ে গেল ডুয়ার্সের আরও একটি চা বাগান। বাগান বন্ধের নোটিশ ঝোলানো হল চামুর্চি চা বাগানের দরজায়। বেতন নিয়ে মালিক পক্ষের সঙ্গে বেশকিছুদিন ধরেই সমস্যা চলছিল শ্রমিকদের। বাগানের ঊনষাট জন শ্রমিককে অর্ধেক বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মালিক পক্ষ। প্রতিবাদে চলতি সপ্তাহের মঙ্গলবার বাগানে বিক্ষোভও দেখান শ্রমিকরা।
চা বাগান বন্ধের খবর পেয়ে হতাশ হয়ে পড়েন শ্রমিকরা। তড়িঘড়ি বাগানে পৌঁছলেও কারোর দেখা পাননি তারা। চা বাগান বন্ধের নোটিশ ততক্ষণে পৌঁছে গিয়েছে প্রশাসনের কাছেও।
ফের বাগান খুলুক এমনটাই চাইছেন চা বাগানের শ্রমিকরা। না হলে ভবিষ্যতে বড় আন্দোলনে নামার কথা ভাবছে শ্রমিক সংগঠন।
মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসতে চায় শ্রমিক সংগঠন। কিন্তু শ্রমিকরা সে কথা এখনও মালিকদের কাছে পৌঁছেই দিতে পারেনি। কারণ চা বাগানের বাংলোগুলি ফাঁকা পড়ে রয়েছে। ম্যানেজার বা উচ্চপদস্থ কোনও কর্তাই নেই। সব মিলিয়ে অন্ধকারে একহাজার চুয়াত্তর জন শ্রমিক ও তাদের পরিবার।