বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল বস্ত্রমন্ত্রীর সচিবের বিরুদ্ধে

Updated By: Nov 29, 2014, 09:38 AM IST
বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল বস্ত্রমন্ত্রীর সচিবের বিরুদ্ধে

আইনকে বুড়ো আঙুল! পুকুর ভরাট করে জমি বিক্রির অভিযোগ উঠল বস্ত্রমন্ত্রীর এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্টের বিরুদ্ধে। বাঁকুড়ার বিষ্ণপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের ঘটনা। পুকুর ভরাটের সময় রুখে দাঁড়ান বাসিন্দারা। আটকে রাখা হয় পে লোডার। পরে পুলিস গিয়ে পেলোডারটি আটক করে।

বিষ্ণপুরের আট নং ওয়ার্ডে শ্মশান সংলগ্ন এই পুকুরের জলই মৃতদেহ সত্কারের কাজে লাগানো হয়।  বাসিন্দাদের অভিযোগ পুকুরের ওপর বহুদিনের নজর এলাকার জমি দালালদের।  জমি মাফিয়া চক্র পুকুরের অর্ধেকেরও বেশি ভরাটও করে ফেলেছিল। শুক্রবার পে লোডার দিয়ে পুকুর ভরাট সেরে ফেলতে গিয়েই বিপদে পড়তে হয় জমি দালালদের। বাসিন্দাদের ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের। পুকুর ভরাটের পেছনে বস্ত্রমন্ত্রীর এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্ট রামশঙ্কর মহান্তির মদত রয়েছে বলে অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা।

অভিযোগ অস্বীকার করেছেন বস্ত্রমন্ত্রীর সচিব। গোটা ঘটনা খতিয়ে দেখে দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছেন বিষ্ণপুরের মহকুমা শাসক।

.