ওয়েব ডেস্ক : দল বদলের স্রোতে উলট পুরাণ মালদার মানিকচকে। তৃণমূল কংগ্রেস সদস্যর সমর্থন নিয়ে পঞ্চায়েত সমিতি ধরে রাখল বামেরা। ভোটের পর ৩১ আসনের পঞ্চায়েত সমিতিতে বামেদের দখলে ছিল ১৬টি আসন। এর মধ্যে ৩ জন যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূলের পক্ষে সদস্য সংখ্যা ১২ থেকে বেড়ে হয় ১৫।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কীভাবে কিস্তিমাত শুভেন্দুর? কী বলছেন, রাজনৈতিক বিশেষজ্ঞরা?


এই দলবদলকে হাতিয়ার করেই পঞ্চায়েত সমিতিতে অনাস্থা আনে তৃণমূল। তবে শেষ রক্ষা হল না। আজ তৃণমূলের এক সদস্য ভোট দিলেন বামেদের পক্ষে। কংগ্রেসও বামেদের পক্ষে দাঁড়ায়। শেষ পর্যন্ত বোর্ড ধরে রাখে বামেরা।