সমবায় নির্বাচনকে ঘিরে রণক্ষেত্র রায়গঞ্জ, চলল বোমা-গুলি
রাজ্যে যখন একদিকে তিন পুরভার ফলাফল নিয়ে সবাই ব্যস্ত তখন সমবায় নির্বাচন ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল রায়গঞ্জ। রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন ঘিরে ধুন্ধুমার। তৃণমূল ও বাম সমর্থকদের সংঘর্ষ ঘিরে এলাকা রীতিমতো রণক্ষেত্র। জেলা পুলিস লাইন থেকে ১০০ মিটারের মধ্যে প্রকাশ্যেই বন্দুক হাতে তৃণমূলীদের হামলা চালানোর অভিযোগ।
ওয়েব ডেস্ক: রাজ্যে যখন একদিকে তিন পুরভার ফলাফল নিয়ে সবাই ব্যস্ত তখন সমবায় নির্বাচন ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল রায়গঞ্জ। রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন ঘিরে ধুন্ধুমার। তৃণমূল ও বাম সমর্থকদের সংঘর্ষ ঘিরে এলাকা রীতিমতো রণক্ষেত্র। জেলা পুলিস লাইন থেকে ১০০ মিটারের মধ্যে প্রকাশ্যেই বন্দুক হাতে তৃণমূলীদের হামলা চালানোর অভিযোগ।
তির, ধনুক ও টাঙ্গি নিয়ে বাম সমর্থকরাও পাল্টা হামলা চালায়। পুলিসের সামনেই তৃণমূলের হামলায় দুই বাম বিধায়ক জখম হন বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে শেষপর্যন্ত লাঠি চালাতে পুলিস। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিসকর্মী জখম হন। বেছে বেছে দলীয় কর্মীদের ওপরই পুলিস লাঠি চালায় বলেও বামেদের অভিযোগ।
বাম কর্মীদের অভিযোগ, বেশ কয়েক দিন ধরেই তাদের ভোট দিতে দেওয়া হবে না বলে হুমকি দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এদিন সকাল থেকেই রায়গঞ্জ বিএড কলেজের সামনে ভিড় জমায় কয়েক হাজার তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। বাম সমর্থকরা সেখানে পৌঁছতেই তারা নির্বিচারে গুলি-বোমা ছুঁড়তে শুরু করে বলে অভিযোগ।