জাতীয় পতাকার সঙ্গে একই দণ্ডে তৃণমূল কংগ্রেসের পতাকা

কোথাও ঠাঁই হল দলীয় পতাকার সঙ্গে একই দণ্ডে। কোথাও জুটল না দণ্ডটুকুও। চরম অবহেলায় দীর্ঘক্ষণ পড়ে রইল রাস্তার ধারে। ৬৪তম প্রজাতন্ত্র দিবসে বিভিন্ন জায়গায় অবমাননার সাক্ষী রইল জাতীয় পতাকা।

Updated By: Jan 26, 2013, 09:38 PM IST

কোথাও ঠাঁই হল দলীয় পতাকার সঙ্গে একই দণ্ডে। কোথাও জুটল না দণ্ডটুকুও। চরম অবহেলায় দীর্ঘক্ষণ পড়ে রইল রাস্তার ধারে। ৬৪তম প্রজাতন্ত্র দিবসে বিভিন্ন জায়গায় অবমাননার সাক্ষী রইল জাতীয় পতাকা।
জাতীয় পতাকার সঙ্গে একই দণ্ডে তৃণমূল কংগ্রেসের পতাকা। তা-ও আবার উল্টো করে টাঙানো জাতীয় পতাকা। ছবিটা পাঁশকুড়ার গোবিন্দনগরে তৃণমূলের শাখা অফিসে। না বুঝে স্রেফ ভুল করেই এই কাণ্ড? একদম না। 
 
অবমাননার অন্য ছবি মহানগরীতে। রেড রোড প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শেষ। তাই বোধহয় প্রয়োজন ফুরিয়েছে পতাকারও। রাজভবনের প্রবেশদ্বারের ছবিটাও নিশ্চয়ই খুশি করার মতো নয়। 

.