আরামবাগে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপির রাজ্য প্রতিনিধি দল

আরামবাগে গিয়ে তৃণমূলের  বিক্ষোভের মুখে পড়ল বিজেপির রাজ্য প্রতিনিধি দল। দলীয় সমর্থকদের সঙ্গে দেখা না করেই ফিরতে হয় তাঁদের।  তৃণমূলের অভিযোগ, তাঁদের কর্মী সমর্থকদের ওপর  হামলা চালাচ্ছে স্থানীয় বালি মাফিয়া জয়নাল খাঁ ও তাঁর অনুগামীরা। এলাকার শান্তি নষ্ট করার জন্য জয়নালদের দায়ী করেছে তৃণমূল।

Updated By: Aug 12, 2014, 09:56 PM IST

ওয়েব ডেস্ক: আরামবাগে গিয়ে তৃণমূলের  বিক্ষোভের মুখে পড়ল বিজেপির রাজ্য প্রতিনিধি দল। দলীয় সমর্থকদের সঙ্গে দেখা না করেই ফিরতে হয় তাঁদের।  তৃণমূলের অভিযোগ, তাঁদের কর্মী সমর্থকদের ওপর  হামলা চালাচ্ছে স্থানীয় বালি মাফিয়া জয়নাল খাঁ ও তাঁর অনুগামীরা। এলাকার শান্তি নষ্ট করার জন্য জয়নালদের দায়ী করেছে তৃণমূল।

দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষের পর আরামবাগের কেষ্টপুর  থমথমে। মঙ্গলবার সকালে কেষ্টপুরে আহত কর্মীদের দেখতে যায় বিজেপির এক প্রতিনিধি দল। দলে ছিলেন অসীম  সরকার, রাজকমল পাঠক, প্রতাপ ব্যানার্জি সহ বেশকয়েকজন প্রথম সারির নেতারা।  কিন্তু গ্রামে ঢোকার আগেই তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের  মুখে পড়েন তাঁরা। দলীয় কর্মীদের সঙ্গে কথা না বলেই ফিরে আসতে হয় তাঁদের।   

তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির নাম করে পিঠ বাঁচাতে চাইছে স্থানীয় বালিয়া মাফিয়া জয়নাল খাঁ ও তার অনুগামীরা। তৃণমূলের ওপর হামলা চালাচ্ছে তারাই। পরিস্থিতি সামাল দিতে সকাল থেকেই কেষ্টপুরে মোতায়েন ছিল প্রচুর পুলিস কমী ও রাফ। তবে, মঙ্গলবারও দুপক্ষের কর্মীসমর্থকের ওপর হামলার ঘটনা ঘটেছে। বেশকয়েকজন বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানো হয়।ভাঙচুর করা হয়েছে এক বিজেপি সমর্থকের মোটর বাইকও। আক্রান্ত হন তৃণমূল কর্মীরাও।

.