টিএমসিপির গৌষ্ঠী সংঘর্ষ, কাঁদানে গ্যাস, বোমাবাজি, কোচবিহার কলেজের ছাত্র সংসদ নির্বাচন
কোচবিহারের ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ল টিএমসিপির দুই গোষ্ঠী। চলল বোমাবাজি। পুলিসের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়াল টিএমসিপির সমর্থকেরা। চলল কাঁদানে গ্যাসও। তবে ভোট শেষে দেখা গেল টিএমসিপির এক গোষ্ঠীর প্রার্থীদের হারিয়ে কলেজের ছাত্র সংসদ দখল করে নিয়েছে টিএমসিপিরই বিক্ষুব্ধ গোষ্ঠীর প্রার্থীরা।
সরকারি টিএমসিপি বনাম বিক্ষুব্ধ টিএমসিপি। বৃহস্পতিবার শহর জুড়ে এই দুই শিবিরেরই লড়াইয়ের সাক্ষী হল কোচবিহার। ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের ভোট থাকায় সকাল থেকেই স্টেশন চৌপথী এলাকায় বিক্ষুব্ধ তৃণমূল ছাত্রপরিষদের অফিসের সামনে জড়ো হয়েছিলেন সর্থকেরা। অভিযোগ, হঠাত্ সেখানে চড়াও হয়ে বোমা ছোঁড়ে এক টিএমসিপি সমর্থক।
সংঘর্ষ ছড়ায় বিটি অ্যান্ড ইভিনিং কলেজের সামনেও। পুলিসের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল সমর্থকেরা। এই সংঘর্ষের মাঝেই বিটি অ্যান্ড ইভিনিং কলেজের ছাত্রসংসদ দখল করে নেন বিক্ষুব্ধ টিএমসিপি প্রার্থীরা। ওই কলেজের একুশটি আসনের মধ্যে দশটি আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছিলেন বিক্ষুব্ধরা। বৃহস্পতিবারের ভোটে বাকি এগারোটা আসনও তাঁরাই জিতে নেন। এরসঙ্গে সঙ্গেই কোচবিহার শহরের তিনটি কলেজেই নিজেদের আধিপত্য বজায় রাখল টিএমসিপির বিক্ষুব্ধরাই।