চার বছর পর ফের শুরু ট্রয় ট্রেনের সফর
ওয়েব ডেস্ক: ঠিক যেন ড্রিম কাম ট্রু।...স্বপ্নটা দেখিয়েছিলাম আমরাই। বড়দিনের আগে বড় খবর। আমরাই প্রথম জানাই, ফের চালু হচ্ছে টয় ট্রেন। সত্যি হল স্বপ্ন। চার বছর পর। দার্জিলিং থেকে শিলিগুড়ি- এই রাস্তায় ফের চলল টয়ট্রেন। উত্সব পাহাড়ে-সমতলেও।
কথা মুখ থেকে বেরনোর অপেক্ষা ছিল শুধু। চার বছর পর টয় ট্রেন চালু হওয়ার খবর আমরাই জানাই। বাকি ছিল, শুধু দিনক্ষণ বলা। চব্বিশ ঘণ্টার মধ্যেই এসে গেল খুশির খবর।
২০১১তে তিনধারিয়ার কাছে পাগলাঝোরায় ব্যাপক ধস নামে। ধসে যায় টয় ট্রেনের লাইন। ক্ষতি হয় পঞ্চান্ন নম্বর জাতীয় সড়কের। দুঃস্নের সেই শুরু। ঐতিহ্যবাহী টয় ট্রেন এককথায় মুখ থুবড়ে পড়ে এরপর। ফিরে আসতে সময় লেগে গেল চার-চারটি বছর। তবে ফিরে যে আসা গেল,এটাই বোধহয় বড় কথা। শুধু তো একটি ট্রেনের কথা নয়। এর সঙ্গেই ফিরল পুরনো ইতিহাস, পাহাড়ের আভিজাত্য-অহঙ্কার।