বালি পরিবহণের ট্রাক বন্ধ রাখার সিদ্ধান্ত ট্রাক মালিকদের
রাজ্য সরকার বালি খাদানগুলিকে বিধিবদ্ধ না করা পর্যন্ত বালি পরিবহণের ট্রাক বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন ট্রাক মালিকেরা। আজ সিঙ্গুরের জামিনবেড় গ্রামে সভা ডাকে ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন।
ওয়েব ডেস্ক: রাজ্য সরকার বালি খাদানগুলিকে বিধিবদ্ধ না করা পর্যন্ত বালি পরিবহণের ট্রাক বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন ট্রাক মালিকেরা। আজ সিঙ্গুরের জামিনবেড় গ্রামে সভা ডাকে ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন।
ট্রাক মালিকদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের হেনস্থা করছে পুলিস। বিশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। এরই প্রতিবাদে এমাসের ১৬ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাক চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন- মুর্শিদাবাদের নবগ্রামে হামলা নবদম্পতির ওপর
এদিকে, ওয়েব ডেস্ক : অবৈধভাবে টোল ট্যাক্স নেওয়া হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে BJP। তা পত্যাহারের দাবিতে আজ শ্যামনগরে বাসুদেবপুর মোড় অবরোধ করেন BJP কর্মীরা। অবরোধের জেরে কিছু সময়ের জন্য সেখানে যানজট দেখা দেয়। পরে পুলিসের হস্তক্ষেপে সমস্যা মেটে।