বীরভূমে প্রকাশ্যে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা
বীরভূমে প্রকাশ্যে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। মহম্মদবাজারের ওই তৃণমূল নেতার নাম দীপক হালদার। গতরাতে ঘটনাটি ঘটে মহম্মদ বাজারের সারেন্দা মোড়ের কাছে। স্থানীয় সূত্রে খবর, সারেন্দা মোড়ে একটি দোকান থেকে বেআইনি মদ বিক্রির তোলে একদল মানুষ।
![বীরভূমে প্রকাশ্যে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা বীরভূমে প্রকাশ্যে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/11/27/45648-birbhum27-11-15.jpg)
ওয়েব ডেস্ক: বীরভূমে প্রকাশ্যে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। মহম্মদবাজারের ওই তৃণমূল নেতার নাম দীপক হালদার। গতরাতে ঘটনাটি ঘটে মহম্মদ বাজারের সারেন্দা মোড়ের কাছে। স্থানীয় সূত্রে খবর, সারেন্দা মোড়ে একটি দোকান থেকে বেআইনি মদ বিক্রির তোলে একদল মানুষ।
রাত এগারোটা নাগাদ এলাকার বাসিন্দা ও মহিলাদের নিয়ে দোকান মালিক তাপস দাসের ওপর তারা চড়াও হয়। তাপস দাসের সমর্থনে এগিয়ে আসে স্থানীয় তৃণমূল দীপক পাল। পরিস্থিতি সামলাতে পুলিসে খবর দেন তিনি।
এরপরই মানুষের ক্ষোভ গিয়ে পড়ে দীপক পালের ওপর। ধারালো অস্ত্রের কোপ মারা হয় তাঁকে। শিউড়ি হাসপালাতে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করে চিকিত্সকেরা। গোটা ঘটনায় সিপিএম ও বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। এপর্যন্ত ওই খুনে তিন জনকে গ্রেফতার করেছে পুলিস।