ব্যারাকপুর শিল্পাঞ্চলে আজও বন্ধ হয়ে গেল দু-দুটি জুটমিল

ব্যারাকপুর শিল্পাঞ্চলে আজও বন্ধ হয়ে গেল দু-দুটি জুটমিল। তালা পড়ল শ্যামনগরের ওয়েভার জুটমিলে। কাজ হারিয়েছেন প্রায় চার হাজার শ্রমিক। বেতনের একাংশ কেটে নেওয়ায়, নৈহাটির নদিয়া জুটমিলে নিজেরাই উত্পাদন বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। এনিয়ে গত এক সপ্তাহে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ছটি জুটমিলে তালা পড়ল।

Updated By: May 11, 2015, 06:01 PM IST

ওয়েব ডেস্ক: ব্যারাকপুর শিল্পাঞ্চলে আজও বন্ধ হয়ে গেল দু-দুটি জুটমিল। তালা পড়ল শ্যামনগরের ওয়েভার জুটমিলে। কাজ হারিয়েছেন প্রায় চার হাজার শ্রমিক। বেতনের একাংশ কেটে নেওয়ায়, নৈহাটির নদিয়া জুটমিলে নিজেরাই উত্পাদন বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। এনিয়ে গত এক সপ্তাহে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ছটি জুটমিলে তালা পড়ল।
   
উত্‍পাদন কম এবং শ্রমিক অসন্তোষ, এই দুই কারণ দেখিয়ে সোমবার তালা ঝোলানো হল শ্যামনগরের ওয়েভার জুটমিলে। কারখানায় সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। এর জন্য অবশ্য মিল কর্তৃপক্ষকেই কাঠগড়ায় তুলেছেন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, উদ্দেশ্যপ্রোণদিতভাবে মিল বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার থেকে কাজ বন্ধ হয়ে গিয়েছে নৈহাটির নদিয়া জুটমিলেও। কারণ, শ্রমিক অসন্তোষ। তাঁদের গত সপ্তাহের মাইনের একাংশ কেটে নেওয়ার অভিযোগে সরব শ্রমিকরা। যদিও কর্তৃপক্ষের যুক্তি, লক্ষ্যমাত্রার চেয়ে উত্‍পাদন কম হওয়াতেই মাইনে কাটা হয়েছে।

কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে কারখানার সামনেই বিক্ষোভে বসেন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, আসলে কারখানা বন্ধ করার ষড়যন্ত্র করছে কর্তৃপক্ষ।
তবে সবচেয়ে উদ্বেগের, গত এক সপ্তাহে শুধুমাত্র ব্যারাকপুর শিল্পাঞ্চলেই এনিয়ে ছটি জুটমিলে তালা পড়ল। 

.