উত্তরবঙ্গে এনসেফেলাইটিসে মৃত্যুর সংখ্যা 60 ছাড়াল

Updated By: Jul 21, 2014, 03:31 PM IST

উত্তরবঙ্গে এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে এপর্যন্ত ষাট জনের মৃত্যু হয়েছে।  এনসেফেলাইটিসের উপসর্গ নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আরও 45 জন।  পরিস্থিতির মোকাবিলায় আজ উত্তরকন্যায় বৈঠকে বসেন স্বাস্থ্য দফতরেরকর্তারা। বৈঠকে ছিলেন স্বাস্থ্য অধিকর্তাও।  রোগের মোকাবিলায় আরও তত্‍পর হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে।  

ওই হাসপাতালের সব চিকিত্‍সক ও স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। জরুরি ভিত্তিতে চিকিত্‍সার জন্য খোলা হয়েছে ফিভার ক্লিনিক। যেসব এলাকায় রোগের প্রকোপ বেশি সেখানে টিকা দেওয়ার কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। মারণ ব্যাধি নিয়ে উত্তরবঙ্গের সাত জেলায় আগেই জারি করা হয়েছে সতর্কতা।

.