ছাত্র পিটিয়ে অনশন তোলার ঘটনায় দুঃখপ্রকাশ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে পড়ুয়াদের অনশন তোলার ঘটনায় কিছুটা নরম হলেন উপাচার্য। গতকালের ঘটনার জন্য দুঃখপ্রকাশ করলেন উপাচার্য স্মৃতিকুমার সরকার। ঘটনার সঙ্গে যে বিশ্ববিদ্যালয়েরই কর্মী এবং বহিরাগতরা জড়িত, তাও কার্যত স্বীকার করে নিয়েছেন তিনি। যদিও উপাচার্য একইসঙ্গে আন্দোলনকারী পড়ুয়াদের সমালোচনা করতে ছাড়েননি। তাঁর বক্তব্য, যাঁরা আন্দোলন করছিলেন তাঁরা পেশাদার বিক্ষোভকারী।

Updated By: Feb 27, 2016, 10:27 AM IST
ছাত্র পিটিয়ে অনশন তোলার ঘটনায় দুঃখপ্রকাশ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

বর্ধমান : বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে পড়ুয়াদের অনশন তোলার ঘটনায় কিছুটা নরম হলেন উপাচার্য। গতকালের ঘটনার জন্য দুঃখপ্রকাশ করলেন উপাচার্য স্মৃতিকুমার সরকার। ঘটনার সঙ্গে যে বিশ্ববিদ্যালয়েরই কর্মী এবং বহিরাগতরা জড়িত, তাও কার্যত স্বীকার করে নিয়েছেন তিনি। যদিও উপাচার্য একইসঙ্গে আন্দোলনকারী পড়ুয়াদের সমালোচনা করতে ছাড়েননি। তাঁর বক্তব্য, যাঁরা আন্দোলন করছিলেন তাঁরা পেশাদার বিক্ষোভকারী।

অভিযোগ, গতকাল পড়ুয়াদের অনশন বিক্ষোভে হামলা চালায় বহিরাগতরা। পিটিয়ে তুলে দেওয়া হয় অনশন। বহিরাগতদের হাতে আক্রান্ত হন ছাত্রীরাও। পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে রাজবাটি ক্যাম্পাসে বৃহস্পতিবার দুপুর থেকে অনশন আন্দোলনে বসেন তৃতীয় বর্ষের কিছু ছাত্র। গতকাল বিকেলে কলেজের কর্মচারীরা বেরোতে গেলে  তাদের বাধা দেন ওই ছাত্ররা। এরপরই শুরু হয়ে যায় অশান্তি। অভিযোগ তৃণমূল কর্মচারী সংগঠনের নেতা সীতারাম মুখার্জির নেতৃত্বে এক দল কর্মী আন্দোলকারী ছাত্রদের উপর চড়াও হন। মারধর করে তুলে দেওয়া হয় বিক্ষোভ ।

.