প্রশাসন নির্বিকার, তাই ধাওয়া করে নিজেরাই মাফিয়া তাড়ালেন গ্রামবাসীরা

Updated By: Nov 7, 2014, 09:34 AM IST
প্রশাসন নির্বিকার, তাই ধাওয়া করে নিজেরাই মাফিয়া তাড়ালেন গ্রামবাসীরা

মাটি মাফিয়েদের দৌরাত্ম্য রুখতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বারবার। তা সত্ত্বেও কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন। অগত্যা এবার মাটি মাফিয়াদের বিরুদ্ধে নিজেরাই রুখে দাঁড়ালেন কালনার নতুনচড়ের বাসিন্দারা। গ্রামবাসীরা ধাওয়া করতেই পালিয়ে যায় মাটি মাফিয়ার দল।

এমনিতেই গঙ্গার ভাঙনে তলিয়ে যাচ্ছে বহু ঘরবাড়ি। এর উপর গোদের উপর বিষফোঁড়ার মত রয়েছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। এ অবস্থা চলতে থাকলে কালনার নতুনচড়ের গোটা গ্রামটাই  চলে যেতে পারে গঙ্গাবক্ষে। এবিষয়ে বার বার প্রশাসনকে জানিয়েও কোন ফল হয়নি। তাই নিজেদের জমি ও ঘরবাড়ি বাঁচাতে মাটি মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন গ্রামবাসীরা।

মাটি মাফিয়াদের উপর বেশ কিছুদিন ধরেই নজর রাখছিলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার তাদের গ্রামে ঢোকার খবর পেয়েই তাদের ধাওয়া করতেই পালিয়ে যায় মাটি মাফিয়ার দল। গ্রামবাসীদের অভিযোগ, মাটি কেটে নিয়ে গিয়ে এই মাটি মাফিয়ারা তা চড়া দামে বিক্রি করে বিভিন্ন ইঁটভাটায়। অবাধে মাটি কাটার ফলে গঙ্গাবক্ষে তলিয়ে যেতে বসেছে বহু ঘরবাড়ি। সব জেনেও প্রশাসন কেন নিশ্চুপ, প্রশ্ন উঠছে তা নিয়েও।

 

.