বিচারের দাবিতে দু'দিনের প্রতীকী অনশনে বিশ্বভারতীর নির্যাতিতা
![বিচারের দাবিতে দু'দিনের প্রতীকী অনশনে বিশ্বভারতীর নির্যাতিতা বিচারের দাবিতে দু'দিনের প্রতীকী অনশনে বিশ্বভারতীর নির্যাতিতা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/10/07/43505-bharatianashan.jpg)
ন্যায়ের দাবিতে দু'দিনের প্রতীকী ভুখা অনশনে বসছেন বিশ্বভারতীর নির্যাতিতা। বিশ্বভারতীর ছাত্র সঞ্চালকের দফতরের সামনে অনশনে বসছেন তিনি। আজ বাবার সঙ্গে শান্তিনিকেতন থানায় অনশনের
অনুমতি চাইতে যান। অনুমতি দেয়নি থানা। তরপরেই দুদিনের প্রতীকী ভুখা অনশনের সিদ্ধান্ত।
সিবিআই তদন্তের দাবি জানান সিকিমের ওই নির্যাতিতা। পাশাপাশি বীরভূম পুলিসের ভূমিকার তীব্র সমালোচনা করেন। ন্যায়বিচার না পেলে এরপর বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রীর দফতরের সামনে
আত্মহত্যার হুঁশিয়ারি দিয়েছেন নির্যাতিতার বাবা। নির্যাতিতার সঙ্গে এদিনের অনশনে বসছেন তিনিও। বিশ্বভারতীর অভ্যন্তরীণ তদন্ত কমিটিকে ভিত্তিহীন বলেও দাবি নির্যাতিতার। তাঁর অভিযোগ, অভিযুক্ত
চার ছাত্রের সঙ্গে বিশ্বভারতীর সমঝোতা হয়েছে বলেই তাঁদের ক্লিনচিট দিয়ে পড়ার সুযোগ দিয়েছে বিশ্বভারতী।