গতকাল বিকেল থেকে ঘেরাওবন্দি বিশ্বভারতীর উপাচার্য
অভ্যন্তরীণ কোটা চালু রাখা নিয়ে বিশ্বভারতীতে অচলাবস্থা চরমে পৌছেছে। গতকাল বিকেল চারটে থেকে নিজের দফতরে ঘেরাওবন্দি হয়ে রয়েছেন উপাচার্য ও অন্যান্য আধিকারিকরা। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও অভিভাবকদের দাবি, অভ্যন্তরীণ কোটা চালু রাখা নিয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে কর্তৃপক্ষকে। এই দাবিতে গতকাল থেকে ঘেরাও করা হয়েছে উপাচার্যের দফতর।
ওয়েব ডেস্ক: অভ্যন্তরীণ কোটা চালু রাখা নিয়ে বিশ্বভারতীতে অচলাবস্থা চরমে পৌছেছে। গতকাল বিকেল চারটে থেকে নিজের দফতরে ঘেরাওবন্দি হয়ে রয়েছেন উপাচার্য ও অন্যান্য আধিকারিকরা। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও অভিভাবকদের দাবি, অভ্যন্তরীণ কোটা চালু রাখা নিয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে কর্তৃপক্ষকে। এই দাবিতে গতকাল থেকে ঘেরাও করা হয়েছে উপাচার্যের দফতর।
অন্যদিকে, আজই উপাচার্যকে ছাড়া এই প্রথম পৌষ উত্সবের সূচনা হল শান্তিনিকেতনে। পৌষমেলা উপলক্ষ্যে শান্তিনিকেতন আসছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। খাগড়াগড় কাণ্ডের পর বাংলাদেশের রাষ্ট্রপতির নিরাপত্তা ঘিরে তত্পরতা তুঙ্গে। তার মধ্যে বিশ্বভারতীর অশান্তি জটিলতা আরও বাড়িয়েছে।