কাল প্রথম দফায় দ্বিতীয় পর্বে ভোট কোথায় কোথায়

Partha Pratim Chandra | Updated By: Apr 10, 2016, 11:01 AM IST
কাল প্রথম দফায় দ্বিতীয় পর্বে ভোট কোথায় কোথায়

আগামিকাল, সোমবার রাজ্যে প্রথম দফায় দ্বিতীয় পর্বের ভোট। রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র থেকে কংগ্রেস নেতা মানস ভুঁইয়া, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভাগ্যপরীক্ষা হতে চলেছে এই ভোটে। প্রথম দফায় প্রথম পর্বের ভোট মোটের ওপর শান্তিপূর্ণ থাকলেও বিরোধী দলগুলির আশঙ্কা এই পর্বে শাসকদল ব্যাপক হিংসার আশ্রয় নেবে। কমিশন ভোট শান্তিতে করার সব রকম চেষ্টা করবে বলে জানিয়েছে। শাসক দলের আশা এই পর্বে তারা অনেক আসনে জয়লাভ করবে।

প্রথম দফায় দ্বিতীয় পর্বে ভোট কোথায় কোথায়

পশ্চিম মেদিনীপুর (১৩) -- দাঁতন, কেশিয়াড়ি, খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, খড়্গপুর, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, কেশপুর।  

বাঁকুড়া (৯) -- শালতোড়া, ছাতনা, বাঁকুড়া, বরজোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী।

বর্ধমান (৯)-- পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বরাবনি।

.