নিম্নচাপের জেরে আটকে উত্তুরে হাওয়া, নিরুদ্দেশ শীত

Updated By: Dec 7, 2016, 08:48 AM IST
 নিম্নচাপের জেরে আটকে উত্তুরে হাওয়া, নিরুদ্দেশ শীত

ওয়েব ডেস্ক: বঙ্গোপসাগরে নতুন অতিথির আনাগোনা। উধাও উত্তুরে হাওয়া। দেখা দিয়েও নিরুদ্দেশ শীত। আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরে জন্ম নেওয়া নিম্নচাপটি ক্রমশ গভীর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। নিম্নচাপের জেরে আটকে গেছে উত্তুরে হাওয়া। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৩ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আগামী দুদিন তাপমাত্রা কমার সম্ভাবনা কম বলে জানিয়েছে হাওয়া অফিস। এখন প্রশ্ন শীত কবে আসবে ? আবহাওয়া দফতর জানাচ্ছে, শীত থিতু হতে হতে ডিসেম্বরের অর্ধেক গড়িয়ে যেতে পারে। আরও পড়ুন- আলিপুরদুয়ারের কাছে লাইনচ্যুত হল আপ ক্যাপিটাল এক্সপ্রেস, মৃত ২
 

.