অবশেষে রাজ্যে শীতের আমেজ

সব জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যে ঢুকে পড়েছে শীত। উত্তরবঙ্গের জেলাগুলিকে রীতিমত টেক্কা দিচ্ছে সমতলে দক্ষিণবঙ্গের জেলাগুলি। গত কয়েক বছরের তুলনায় জেলাগুলিতে সর্বোচ্চ তামপাত্রা একধাক্কায় নেমে গেছে বেশ কয়েক ডিগ্রি। ফলে সামঞ্জস্য রেখে কমেছে সর্বনিম্ন তাপমাত্রাও।

Updated By: Dec 18, 2011, 03:44 PM IST

সব জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যে ঢুকে পড়েছে শীত। উত্তরবঙ্গের জেলাগুলিকে রীতিমত টেক্কা দিচ্ছে সমতলে দক্ষিণবঙ্গের জেলাগুলি। গত কয়েক বছরের তুলনায় জেলাগুলিতে সর্বোচ্চ তামপাত্রা একধাক্কায় নেমে গেছে বেশ কয়েক ডিগ্রি। ফলে সামঞ্জস্য রেখে কমেছে সর্বনিম্ন তাপমাত্রাও। সঙ্গে চলছে ঘন কুয়াশা ও উত্তুরে ঠাণ্ডা হাওয়া। আগামী চব্বিশ ঘণ্টাতেও জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  সকালের দিকে ঘন কুয়াশা। রাস্তাঘাট প্রায় দেখা যাচ্ছেনা। সকাল দশটা-এগারোটার পর আকাশ পরিষ্কার হলেও থাকছে উত্তরের কনকনে ঠাণ্ডা হাওয়া। গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়ার এটাই চেনা ছবি। সৌজন্যে রাজ্যে জাঁকিয়ে পড়া শীত। কোচবিহার, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের সাথে বাঁকুড়া, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।   

আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের কয়েকটি জেলায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তামপাত্রা হল:

জেলা            সর্বোচ্চ(ডিগ্রি)      সর্বনিম্ন(ডিগ্রি)
 
নদিয়া              22(-7)      10(-2)
 
বীরভূম             23.8(-2)    7.2(-6)
 
বাঁকুড়া              24.6(-1)    9.1(-3)   
 
পূর্ব মেদিনীপুর        24.6(-2)    10.3(-4)
 
কোচবিহার            22.0(-3)   12.2(+2) 
 
দঃ দিনাজপুর          18.7         11.2
 
পানাগড়              24.1         5.8
 
আলিপুর              23.1         12.1 
 
দমদম                22.3         10.1
 

বিকেলের পরই বাড়ছে উত্তুরে কনকনে ঠাণ্ডা হাওয়া। পরের দিন বেলা পর্যন্ত থাকছে তার জের। ফলে রাস্তাঘাটে সকাল ও রাতের দিকে লোকজনের আনাগোনাও তুলনামূলকভাবে কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শীতের শুরুতেই ঠান্ডা যেভাবে থাবা বসিয়েছে তাতে আগামীদিনগুলিতে কিন্তু শীতের প্রকোপ আরও বাড়ার আশঙ্কা রয়েই যায়।
 

.