পাঁচ ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর গর্ত থেকে উদ্ধার মহিলা

পাঁচ ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর গর্ত থেকে উদ্ধার মহিলা। শিলিগুড়ির সাহুডাঙ্গির ঘটনা। কালীপুজো  দেখতে বেরিয়ে বৈদ্যুতিন পিলার বসানোর জন্য তৈরি গর্তে পড়ে যান শিখা ঘোষ। স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারেননি। পরে খবর দেওয়া হয় দমকলকে। রেলের বৈদ্যুতিকরণের জন্য ৮ ফুট লম্বা ও আড়াই ফুট চওড়া গর্ত তৈরি হয়েছিল।

Updated By: Nov 6, 2016, 10:13 AM IST
পাঁচ ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর গর্ত থেকে উদ্ধার মহিলা
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : পাঁচ ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর গর্ত থেকে উদ্ধার মহিলা। শিলিগুড়ির সাহুডাঙ্গির ঘটনা। কালীপুজো  দেখতে বেরিয়ে বৈদ্যুতিন পিলার বসানোর জন্য তৈরি গর্তে পড়ে যান শিখা ঘোষ। স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারেননি। পরে খবর দেওয়া হয় দমকলকে। রেলের বৈদ্যুতিকরণের জন্য ৮ ফুট লম্বা ও আড়াই ফুট চওড়া গর্ত তৈরি হয়েছিল।

আরও পড়ুন- ১৬ দিনের মাথায় ফের আতঙ্ক ফিরল মহিষাদলে

কিন্তু রেলের গাফিলতির জন্য খোলা মুখ গর্তে পড়ে যান শিখা দেবী। পরে ড্রিলিং মেশিং এনে গর্ত ভেঙে তাঁকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিস কমিশনার মৃণাল মজুমদার। স্থানীয় বিধায়ক খগেশ্বর রায়।

.