নর্থব্রুকের পর ভদ্রেশ্বরে বন্ধ হয়ে গেল আরও একটি জুটমিল

নর্থব্রুকের পর ভদ্রেশ্বরে বন্ধ হয়ে গেল আরও একটি জুটমিল। গতকাল রাতেই সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেওয়া হয় ভিক্টোরিয়া জুটমিলে। গত কয়েকদিন ধরেই শ্রমিক অসন্তোষ চলছিল কারখানায়। আজ থেকে কর্মহীন হয়ে পড়লেন প্রায় পাঁচ হাজার শ্রমিক।

Updated By: Jun 21, 2014, 12:40 PM IST

নর্থব্রুকের পর ভদ্রেশ্বরে বন্ধ হয়ে গেল আরও একটি জুটমিল। গতকাল রাতেই সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেওয়া হয় ভিক্টোরিয়া জুটমিলে। গত কয়েকদিন ধরেই শ্রমিক অসন্তোষ চলছিল কারখানায়। আজ থেকে কর্মহীন হয়ে পড়লেন প্রায় পাঁচ হাজার শ্রমিক।

এদিকে, ভদ্রেশ্বরে নর্থব্রুক জুটমিলের ছায়া রাজ্যের একাধিক জুটমিলে। ছড়াচ্ছে শ্রমিক অসন্তোষ। শুক্রবার সকালে মিল বন্ধের নোটিসে উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দলের অকল্যান্ড জুট মিল। দশ শ্রমিককে সাসপেন্ড করার প্রতিবাদে কাজ বন্ধ করে দেন ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া জুট মিলের শ্রমিকদের একাংশ। বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ-পথ অবরোধ করেন জুট মিল শ্রমিকরা।

ভদ্রেশ্বরে নর্থব্রুক জুটমিলের ছায়া রাজ্যের একাধিক জুটমিলে। ছড়াচ্ছে শ্রমিক অসন্তোষ। বকেয়া বেতনের দাবিতে আজ বজবজ-ট্রাঙ্ক রোড অবরোধ করেন জুট মিল কর্মীরা। বেতন বৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির দাবিতে দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা চলছে দক্ষিণ চব্বিশ পরগনার নিউ সেন্ট্রাল জুটমিলের কর্মীদের। বকেয়া বেতনের দাবিতে আজ পথ অবরোধ করেন ওই মিলের শ্রমিকরা।

মিল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে জগদ্দলের অকল্যান্ড জুটমিলে। আজ সকালে কাজে গিয়ে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখতে পান কর্মীরা। মিল বন্ধ হওয়ায় কাজ হারালেন প্রায় তিন হাজার শ্রমিক। মিল বন্ধের প্রতিবাদে ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান শ্রমিকরা। পরে পুলিস গিয়ে অবরোধ তুলে দেয়।

মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বিক্ষোভ দেখান হনুমান জুট মিলের কর্মীরা। হাওড়ার মালিপাঁচঘড়া থানার সামনে বিক্ষোভ হয়। কর্মীদের অভিযোগ, আট ঘণ্টার বদলে জোর করে এগারো ঘণ্টা কাজ করানো হয় তাদের। প্রতিবাদে আজ থানার সামনে বিক্ষোভ দেখান প্রায় ১০০ জন শ্রমিক।

উত্তপ্ত ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া জুটমিলও। মিলের দশ শ্রমিককে সাসপেন্ড করার প্রতিবাদে আজ কাজ বন্ধ করে দেন মিল শ্রমিকদের একাংশ। নূন্যতম কাজের নিরাপত্তা নেই বলে অভিযোগ করেছেন শ্রমিকরা । যখন তখন ছাঁটাইয়ের আতঙ্ক রয়েছে তাঁদের মধ্যে। বকেয়া বেতন সহ আরওবেশকিছু দাবিতে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে আজ সরব হন মিল শ্রমিকরা।

.