ঢাকুরিয়া লেকে পিটিয়ে খুন, নিহত এবং অভিযুক্ত দু'জনই গোবিন্দপুরের বাসিন্দা

ঢাকুরিয়া লেকে পিটিয়ে খুন। নিহত এবং অভিযুক্ত দু-জনেই স্থানীয় গোবিন্দপুর এলাকার বাসিন্দা। কাল রাতে অনুকূল নস্কর নামে বছর পঞ্চাশের এক অটো চালককে অলোক কর নামে এক ব্যক্তি খুন করে বলে অভিযোগ। পুলিস অলোককে গ্রেফতার করেছে। অলোকের বাবা মানসিক রোগী। অনুকূল তাঁকে কটূক্তি করেন বলে অভিযোগ। কাল রাতে লেকে একটি বেঞ্চে বসেছিলেন অনুকুল। মদ্যপ অবস্থায় অলোক তাঁর ওপর চড়াও হন।

Updated By: Apr 17, 2017, 01:14 PM IST
ঢাকুরিয়া লেকে পিটিয়ে খুন, নিহত এবং অভিযুক্ত দু'জনই গোবিন্দপুরের বাসিন্দা

ওয়েব ডেস্ক: ঢাকুরিয়া লেকে পিটিয়ে খুন। নিহত এবং অভিযুক্ত দু-জনেই স্থানীয় গোবিন্দপুর এলাকার বাসিন্দা। কাল রাতে অনুকূল নস্কর নামে বছর পঞ্চাশের এক অটো চালককে অলোক কর নামে এক ব্যক্তি খুন করে বলে অভিযোগ। পুলিস অলোককে গ্রেফতার করেছে। অলোকের বাবা মানসিক রোগী। অনুকূল তাঁকে কটূক্তি করেন বলে অভিযোগ। কাল রাতে লেকে একটি বেঞ্চে বসেছিলেন অনুকুল। মদ্যপ অবস্থায় অলোক তাঁর ওপর চড়াও হন।

আরও পড়ুন ছুটির দিনে কলকাতা থেকে জেলা, পথে নামল তৃণমূল, বিজেপি, বামেরা

গুরুতর আহত অবস্থায় SSKM-এ নিয়ে গেলে চিকিত্‍সকরা অনুকূলকে মৃত ঘোষণা করেন। বাবাকে কটূক্তির প্রতিশোধ নিতেই অলোক তাঁকে পিটিয়ে খুন করেন বলে অভিযোগ। খুনের খবর পেয়ে ঘটনাস্থলে যান উচ্চপদস্থ পুলিশকর্তারা। গোটা ঘটনায় লেকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন  ধুন্ধুমার সুরেন্দ্রনাথ কলেজে, পুলিস পেটাল পুলিসের চাকরিপ্রার্থীরাই

.