ডায়মণ্ড হারবারে পিটিয়ে যুবক খুনের ঘটনা, আজ বাহাদুরপুরে যাচ্ছেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি

ডায়মণ্ড হারবারকাণ্ডে তুঙ্গে রাজনৈতিক চাপান উতোর। কাল কান্তি গাঙ্গুলির পর আজ ঘটনাস্থলে যাচ্ছেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। মৃত ছাত্রের বাড়িতে যাবেন তিনি। রূপা গাঙ্গুলির সঙ্গে যাবেন বিজেপির মহিলা মোর্চার নেত্রীরাও। গতকালই ঘটনাস্থলে যান সিপিএম নেতা কান্তি গাঙ্গুলি। তাঁর সামনেই দোষীদের গ্রেফতারির দাবিতে চলে বিক্ষোভ। পরে ব্যাপক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় অভিযুক্তদের বাড়িতে। ভাঙচুর থামাতে পারেননি কান্তি গাঙ্গুলিও।

Updated By: May 12, 2016, 10:29 AM IST
ডায়মণ্ড হারবারে পিটিয়ে যুবক খুনের ঘটনা, আজ বাহাদুরপুরে যাচ্ছেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি

ওয়েব ডেস্ক: ডায়মণ্ড হারবারকাণ্ডে তুঙ্গে রাজনৈতিক চাপান উতোর। কাল কান্তি গাঙ্গুলির পর আজ ঘটনাস্থলে যাচ্ছেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। মৃত ছাত্রের বাড়িতে যাবেন তিনি। রূপা গাঙ্গুলির সঙ্গে যাবেন বিজেপির মহিলা মোর্চার নেত্রীরাও। গতকালই ঘটনাস্থলে যান সিপিএম নেতা কান্তি গাঙ্গুলি। তাঁর সামনেই দোষীদের গ্রেফতারির দাবিতে চলে বিক্ষোভ। পরে ব্যাপক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় অভিযুক্তদের বাড়িতে। ভাঙচুর থামাতে পারেননি কান্তি গাঙ্গুলিও।

বাহাদুরপুরে পিটিয়ে যুবক খুনের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালাল গ্রামবাসীদের একাংশ। বাড়িগুলিতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য তাপস মল্লিক সামনে থেকে হামলায় নেতৃত্ব দেন বলে অভিযোগ মৃতের পরিবারের।

গতকাল মৃত ছাত্রের দেহ গ্রামে পৌছনোর পরই সব বাধ ভেঙে যায়। মুহুর্তে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা গ্রাম। দোষীদের গ্রেফতারির দাবিতে সিপিএম নেতা কান্তি গাঙ্গুলির সামনেই দফায় দফায় চলে বিক্ষোভ, ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিস। তাণ্ডবের অভিযোগে গ্রেফতার করা হয় দুজনকে। তবে কলেজছাত্র খুনের ঘটনায় ইতিমধ্যেই আঙুল উঠতে শুরু করেছে পুলিসের বিরুদ্ধে। মূল অভিযুক্তকে আড়াল করতে চুনোপুটিদের ধরে দায় সারছেন আইনের রক্ষকরা। অভিযোগ স্থানীয়দের। কাদের চাপে অধরা শাসকদলের নেতা? উঠছে সেই প্রশ্নও।

.