মুম্বইতে বাড়ছে সংক্রমণ, করোনার জেরে সিল হচ্ছে একের পর এক অভিনেতার আবাসন

কান্দিভালিতে সিল করা হয় পরপর দুটি আবাসন 

Edited By: জয়িতা বসু | Updated By: Apr 10, 2020, 06:08 PM IST
মুম্বইতে বাড়ছে সংক্রমণ, করোনার জেরে সিল হচ্ছে একের পর এক অভিনেতার আবাসন

নিজস্ব প্রতিবেদন :​ প্রতিদিন লাফিয়ে বাড়ছে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা। যার মধ্যে মুম্বই অন্যতম। প্রধানমন্ত্রীর ডাকে গোটা দেশের সঙ্গে মুম্বইতেও যখন লকডাউন চলছে, সেই সময় বাণিজ্য নগরীর একরে পর এক আবাসন সিল করা হচ্ছে কোভিড ১৯-এ আক্রান্তের জেরে।

আরও পড়ুন : কোভিড ১৯-এর সংক্রমণ, সিল করা হল অভিনেত্রী সাক্ষী তনওয়ারের আবাসন

অঙ্কিতা লোখন্ডে, সাক্ষী তনওয়ার এবং শিবিন নারংয়ের পর এবার আবাসন সিল করা হল তারক মেহতা কা উলটা চশমা খ্যাত মাধবীর ওরফে সোনালিকা জোশির আবাসন।  সেখানকার এক বাসিন্দার করোনা সংক্রমণের জেরেই কান্দিভালির ওই আবাসন সিল করে দেওয়া হয়েছে বলে খবর। গত ২৭ মার্চ থেকে সোনালিকা জোশির ওই আবাসন সিল করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : সলমনের বোনের সঙ্গে বিচ্ছেদের পর কৃতির সঙ্গেই লিভ ইন করছেন এই অভিনেতা

শুধু সোনালিকা নন, তারক মেহতা কা উলটা চশমার বাঘা ওরফে তন্ময় ভেকারিয়ার আবাসনও সিল করে দেওয়া হয়েছে। কান্দিভালি পশ্চিমের একটি আবাসনে থাকেন তন্ময়। ওই আবাসনের এক বাসিন্দা কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার পরই সিল করে দেওয়া হয় ওই চত্বর। মঙ্গলবার থেকে আগামী ১৪ দিন পর্যন্ত ওই আবাসন সিল করা থাকবে বলে জানানো হয়েছে।

.