জলপাইগুড়ির বিস্ফোরণস্থলে ফরেন্সিক দল, মৃতের সংখ্যা বেড়ে ৬

The toll in the Jalpaiguri bicycle bomb blast rose to six on Saturday with one of the critically injured persons succumbing to injuries. The victim, a resident of the Bajrapara where the blast took place on Thursday, died at North Bengal Medical College Hospital in the early hours, hospital superintendent Amarendranath Sarkar said.

Updated By: Dec 28, 2013, 06:55 PM IST

জলপাইগুড়ির বিস্ফোরণস্থল ঘুরে দেখছে ফরেন্সিক দল। গতকালই কলকাতা থেকে ফরেন্সিক দল রওয়না হয় জলপাইগুড়ির উদ্দেশে। এদিকে বিস্ফোরণে গুরুতর আহত যে দুজনকে উত্তরবঙ্গ মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল, মারা গেছেন তাঁদের একজন। অর্থাত্‍ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল ৬।

ঘটনার পেছনে কেএলওর থাকার সম্ভাবনার কথা উঠে এলেও কেএলও দায় অস্বীকার করেছে। এদিকে আজ ঘটনাস্থলে যান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। বুধবার জলপাইগুড়ি শহর থেকে মাত্র কয়েক কিলোমিটারের ব্যবধানে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে।

.