ইডেনের একাদশীতে সচিনের বিদায়সভা যোগ দিতে শহরে লারা

ঠিক ছিল নন্দনকাননে ভগবানের শেষ ম্যাচে উপস্থিত থাকবেন ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান চার্লস লারা। কিন্তু ভাগ্যবিধাতার লিখনে তিন দিনেই খতম ইডেন গার্ডেনে সচিন তেন্ডুলকরের শেষ টেস্ট ম্যাচ। আর তার ঠিক পরদিন সকালে দমদম বিমানবন্দরে পা রাখলেন লারা।

Updated By: Nov 9, 2013, 11:13 AM IST

ঠিক ছিল নন্দনকাননে ভগবানের শেষ ম্যাচে উপস্থিত থাকবেন ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান চার্লস লারা। কিন্তু ভাগ্যবিধাতার লিখনে তিন দিনেই খতম ইডেন গার্ডেনে সচিন তেন্ডুলকরের শেষ টেস্ট ম্যাচ। আর তার ঠিক পরদিন সকালে দমদম বিমানবন্দরে পা রাখলেন লারা।
কলকাতায় পা রেখেই বুঝিয়ে দিলেন, ইডেনে সচিনের শেষ ম্যাচ দেখতে না পাওয়ায় তিনি বেশ হতাশ। তবে মুম্বইয়ে মাস্টার ব্লাস্টারের জীবনের শেষ টেস্টে তাঁকে শুভেচ্ছা জানাবেন বলে জানিয়ে দিলেন লারা। লারার কলকাতা সফর নিয়ে হতাশা থাকছেই। আর কয়েক ঘণ্টা আগে এলেই লারা দেখতে পেতেন প্রাণের শহর কলকাতায় সচিনের ক্রিকেট জীবনের শেষ দিনটা কেমন কাটল। সৌরভের পাশে দাঁড়িয়ে ক্রিকেটার সচিনকে ইডেনে দাঁড়িয়ে শেষ বিদায় জানাতেন লারা এর চেয়ে ভাল দৃশ্য আর কি ই বা হতে পারত।
এদিকে তিন দিনে ম্যাচ শেষ হয়ে যাওয়ার হতাশ সিএবি কর্তারা। যারা সিজন টিকিট কেটে রেখে ছিলেন তারাও বেশ হতাশ। কাজের দিনের শেষে শনি, রবিবার ইডেনে বসে সচিনের ১৯৯ তম টেস্ট দেখবেন বলে যারা ঠিক করেছিলেন তাদের হতাশা সবচেয়ে বেশি।

.