জোর করে জমি অধিগ্রহণে সায় নেই মুখ্যমন্ত্রীর

দুবরাজপুর কাণ্ডের জেরে শিল্পের জন্য জমির প্রশ্নে যে সরকার বেশ অস্বস্তিতে তা ফের স্পষ্ট হল শিল্পপতিদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তায়। গতকাল রাতে শিল্পপতিদের নিয়ে আয়োজিত বিজয়া সম্মিলনীতে মুখ্যমন্ত্রী বলেন, শিল্পের জন্য কখনই জোর করে জমি নেওয়া চলবে না। দালাল চক্রের থেকে দুরে থাকার পরামর্শও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশ্বাস, রাজ্য সরকারের ল্যান্ড ব্যাঙ্ক আরও বাড়ানো হবে। তার থেকেই জমি নিতে পারবেন শিল্পপতিরা।

Updated By: Nov 10, 2012, 10:44 AM IST

দুবরাজপুর কাণ্ডের জেরে শিল্পের জন্য জমির প্রশ্নে যে সরকার বেশ অস্বস্তিতে তা ফের স্পষ্ট হল শিল্পপতিদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তায়। গতকাল রাতে শিল্পপতিদের নিয়ে আয়োজিত বিজয়া সম্মিলনীতে মুখ্যমন্ত্রী বলেন, শিল্পের জন্য কখনই জোর করে জমি নেওয়া চলবে না। দালাল চক্রের থেকে দুরে থাকার পরামর্শও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশ্বাস, রাজ্য সরকারের ল্যান্ড ব্যাঙ্ক আরও বাড়ানো হবে। তার থেকেই জমি নিতে পারবেন শিল্পপতিরা।
রাজ্যে ক্ষমতায় আসার পর দ্বিতীয়বার শিল্পপতিদের নিয়ে বিজয়া সম্মিলনীর আয়োজন মুখ্যমন্ত্রীর। শুক্রবার দক্ষিণ কলকাতায় আয়োজিত বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন শিল্পপতি, বণিকসভার প্রতিনিধিরা। সম্মিলনীতে শিল্পপতিদের রাজ্যে আরও বেশি করে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
দুবরাজপুর কাণ্ডের পর জমি নিয়ে যে বেশ অস্বস্তিতে সরকার সে উদ্বেগ উঠে এসেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। শিল্পের জন্য জোর করে জমি না নিতে  শিল্পপতিদের অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি  জমি কেনার বিষয়ে কোনরকম দালাল চক্রে প্রভাবিত না হতেও এদিন শিল্পপতিদের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের ল্যান্ড ব্যাঙ্ক আরও বাড়ানো হবে,শিল্পপতিরা সেখান থেকেই জমি নিতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিল্পপতিদের জমি সমস্যা মেটাতে সরকার তত্‍‍পর হবে বলেও আশ্বস্ত দিয়েছেন মুখ্যমন্ত্রী।
 
এরই পাশপাশি মুখ্যমন্ত্রী শিল্পপতিদের বলেন, হলদিয়ায় পরিবেশ দফতরের নিষেধাজ্ঞার কারণে শিল্পের কাজে  বাধা তৈরি হচ্ছে। এবিষয়ে কেন্দ্রীয় সরকারকে বোঝাতে সঞ্জীব গোয়েঙ্কার নেতৃত্বে একটি কমিটি গড়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত উল্লেখযোগ্যভাবে দেখা গেছে দুবরাজপুর কান্ডে উঠে আসা বেঙ্গলএমটার কর্ণধারকে। 

.