সাদিকে আশ্রয় দিল নাইজার, সির্তেতে উদ্ধার গদ্দাফির গুপ্তধন

লিবিয়ার নিহত একনায়ক মুয়াম্মর গাদ্দাফির ছেলে সাদির রাজনৈতিক আশ্রয়ের আবেদন গ্রহণ করল লিবিয়ার প্রতিবেশী রাষ্ট্র নাইজার। শুক্রবার দক্ষিণ আফ্রিকায় দু'দিনের সফর শেষে মিডিয়ার মুখোমুখি হয়ে নাইজারের প্রেসিডেন্ট মাহামাদু ইস‍ৌফু বলেন, মানবিক কারণে সাদির রাজনৈতিক আশ্রয়ের আবেদন গৃহীত হয়েছে।

Updated By: Nov 12, 2011, 04:35 PM IST

লিবিয়ার নিহত একনায়ক মুয়াম্মর গাদ্দাফির ছেলে সাদির রাজনৈতিক আশ্রয়ের আবেদন গ্রহণ করল লিবিয়ার প্রতিবেশী রাষ্ট্র নাইজার। শুক্রবার দক্ষিণ আফ্রিকায় দু'দিনের সফর শেষে মিডিয়ার মুখোমুখি হয়ে নাইজারের প্রেসিডেন্ট মাহামাদু ইস‍ৌফু বলেন, মানবিক কারণে সাদির রাজনৈতিক আশ্রয়ের আবেদন গৃহীত হয়েছে। তবে গাদ্দাফির পলাতক আর এক ছেলে সাইফ আল ইসলামের ব্যাপারে কোনো তথ্য তাঁদের কাছে নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইস‍ৌফু।
চলতি বছরের অগাস্টে লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশন্যাল কাউন্সিল (এনটিসি) ত্রিপোলির ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর লিবিয়ার জাতীয় দলের প্রাক্তন ফুটবলার সাদি সীমান্ত পেরিয়ে দিয়ে নাইজারে পালিয়ে যান। এর প্রায় দু`মাস পর, গত ২০ অক্টোবর সির্তে শহরে এনটিসি যোদ্ধাদের হাতে নিহত হন গাদ্দাফি। অবসান ঘটে লিবিয়ায় দীর্ঘ আট মাস গৃহযুদ্ধের। সাদিকে আশ্রয় দেওয়ার খবর নিয়ে ইতিমধ্যেই এনটিসি পরিচালিত লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নাইজার সরকারের টানাপড়েন দেখা দিয়েছে।
অন্য দিকে শনিবার লিবিয়ার এনটিসি সরকারের তরফে মুয়াম্মর গদ্দাফির একটি ‘গুপ্তভাণ্ডার’-এর সন্ধান মেলার কথা জানানো হয়েছে। সির্তের উপকণ্ঠে একটি বাগানবাড়ির পিছনে পুঁতে রাখা একটি বাক্স থেকে মিলেছে প্রচুর সোনাদানা, মূল্যবান পাথর গোছা গোছা ডলার-ইউরো। স্থানীয় এনটিসি কম্যান্ডারদের দাবি, সির্তে শহরে শেষ যুদ্ধের সময় এই বাড়িটিতে বেশ কয়েকদিন লুকিয়ে ছিলেন গদ্দাফি।

.