একের পর এক ঘটনায় অসহায় রাজ্যবাসী, সমাধান সেই তিমিরেই

পার্ক স্ট্রিট দিয়ে শুরু । তারপর একের পর এক ধর্ষণ। কাটোয়া, কামদুনি,খরজুনা, মধ্যমগ্রাম এবার খিদিরপুর। কেন ঘটেই চলেছে জঘন্যতম এই অপরাধ? দায়ী কে?

Updated By: Jan 20, 2014, 09:48 PM IST

পার্ক স্ট্রিট দিয়ে শুরু । তারপর একের পর এক ধর্ষণ। কাটোয়া, কামদুনি,খরজুনা, মধ্যমগ্রাম এবার খিদিরপুর। কেন ঘটেই চলেছে জঘন্যতম এই অপরাধ? দায়ী কে?

পার্ক স্ট্রিট কাণ্ড।

ধর্ষিতা হলেন এক মহিলা। ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন ছোট ঘটনা। তত্‍পরতার সঙ্গে পার্ক স্ট্রিটকাণ্ডের কিনারা করেছিলেন পুলিস কর্তা দময়ন্তী সেন। পুরস্কৃত হওয়ার বদলে সরকারের ভর্ৎসনার মুখে পড়তে হয় তাঁকে। বদলিও হতে হয়।

এরপর কামদুনি।

গণধর্ষণে ছাত্রীর মৃত্যুর পর গর্জে উঠেছিল কামদুনি। প্রতিবাদ করার জন্য তাঁদের কখনও মাওবাদী, কখনও সিপিআইএম তকমা দেওয়া হয়। বিরোধীরা অভিযোগ তুলতে শুরু করে দুষ্কৃতীদের আড়াল করছে সরকার। দুষ্কৃতীরাজের রমরমার জন্য অনেকাংশেই দায়ী পুলিসি নিষ্ক্রিয়তাতা মানছেন প্রাক্তন পুলিসকর্তারা।

পুলিসি নিষ্ক্রিয়তার সম্ভবত সবচেয়ে সাঙ্ঘাতিক নিদর্শন মধ্যমগ্রামকাণ্ড। সমাজকর্মীরা মনে করছেন, পুলিসি নিষ্ক্রিয়তার জন্য দায়ী শুধু পুলিস নয় দায়ী রাজনীতিও। কারণ, পুলিসি নিষ্ক্রিয়তাই হোক বা রাজনৈতিক হস্তক্ষেপ, যে কথা নিশ্চিতভাবেই বলা যায় তা হল একের পর এক ধর্ষণের ঘটনায় তটস্থ রাজ্যবাসী।

.