সুশান্ত মৃত্যুর তদন্ত ঠিক পথেই ছিল, সুপ্রিম রায়ের পরও মুম্বই পুলিসের পাশে মহারাষ্ট্র

 সুশান্ত মামলায় সুপ্রিম কোর্টের CBI তদন্তের রায় ঘোষণার পর এমনটাই জানালেন 'উদ্ভব ঠাকরে সরকার'এর স্বরাষ্ট্রমন্ত্রী।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Aug 19, 2020, 08:12 PM IST
সুশান্ত মৃত্যুর তদন্ত ঠিক পথেই ছিল, সুপ্রিম রায়ের পরও মুম্বই পুলিসের পাশে মহারাষ্ট্র

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত মামলার তদন্তে মুম্বই পুলিস ঠিক পথেই ছিল। তদন্তে মুম্বই পুলিসের কোনও ত্রুটি ছিল বলে শীর্ষ আদালতের পর্যবেক্ষণে উঠে আসেনি। বুধবার, সুশান্ত মামলায় সুপ্রিম কোর্টের CBI তদন্তের রায় ঘোষণার পর এমনটাই জানালেন 'উদ্ভব ঠাকরে সরকার'এর স্বরাষ্ট্রমন্ত্রী।

ANI-কে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেন, ''আমরা সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি। এই মামলার তদন্তে মুম্বই পুলিস CBI-কে সমস্ত রকমভাবে সহযোগিতা করবে। তবে এই মামলার তদন্তে মুম্বই পুলিসের কোনও ত্রুটি ছিল বলে সুপ্রিম কোর্টের পর্যন্তবেক্ষণে উঠে আসেনি। আর এটাই মুম্বই পুলিসের কাছে গর্বের।''

আরও পড়ুন-সুশান্ত মামলায় CBI তদন্তের রায় সুপ্রিম কোর্টের, কী বললেন নীতিশ কুমার?

 মুম্বই পুলিসকে এই মামলার তদন্ত থেকে সুপ্রিম কোর্ট আলাদা করে বিরত থাকতে বলেনি, সেক্ষেত্রে মুুম্বই পুলিসও কি প্যারালাল ভাবে তদন্ত চালিয়ে যাবে? এই প্রশ্নের উত্তরে অনিল দেশমুখ বলেন, ''সুপ্রিম কোর্টের এই রায়ের ৩৪ নম্বর অনুচ্ছেদ পড়ে দেখার পরই মহারাষ্ট্র সরকার এবিষয়ে সিদ্ধান্ত নেবে।''

আরও পড়ুন-সুশান্ত মৃত্যুর তদন্ত কেন CBI-এর হাতে দেওয়া উচিত, সুপ্রিম কোর্টের ৫টি বড় মন্তব্য

সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে মুম্বই পুলিস কমিশনার পরমবীর সিং বলেন, ''আমরা সুপ্রিম কোর্টের নির্দেশিকা পড়ে দেখব, তারপরই নির্দেশিকা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।''

এদিকে সুশান্ত মামলায় সুপ্রিম কোর্টের রায়ে খুশি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এই রায় প্রসঙ্গে তাঁর মন্তব্য, ''সত্যের জয় হল।''

আরও পড়ুন-সুশান্ত মৃত্যুতে CBI তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের রায়ে কী বলল অভিনেতার পরিবার

.