জেরায় ভেঙে পড়লেন সুদীপ্ত সেন

সারদা কাণ্ডে টানা জেরা সুদীপ্ত সেনকে। সাত দিনের মাথায় গোয়েন্দাদের জেরায় ভেঙে পড়লেন সুদীপ্ত সেন। কোনও কিছুই খেতে চাইছেন না তিনি। পুলিস সূত্রে জানানো হয়েছে দেবযানী মুখার্জির বয়ান তাঁর বিরুদ্ধে চলে যাচ্ছে। সে কারণেই ভেঙে পড়ছেন তিনি। রাতে দেড়িতে ভুমোতে যাচ্ছেন সুদীপ্ত।

Updated By: May 3, 2013, 12:30 PM IST

সারদা কাণ্ডে টানা জেরা সুদীপ্ত সেনকে। সাত দিনের মাথায় গোয়েন্দাদের জেরায় ভেঙে পড়লেন সুদীপ্ত সেন। কোনও কিছুই খেতে চাইছেন না তিনি। পুলিস সূত্রে জানানো হয়েছে দেবযানী মুখার্জির বয়ান তাঁর বিরুদ্ধে চলে যাচ্ছে। সে কারণেই ভেঙে পড়ছেন তিনি। রাতে দেড়িতে ভুমোতে যাচ্ছেন সুদীপ্ত।
গোপন নথির খোঁজে দেবযানী মুখোপাধ্যায়কে নিয়ে মিডল্যান্ড পার্কে সারদার মূল অফিসে তল্লাসি চালায় পুলিস। সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তল্লাসি চালিয়ে পুলিস প্রচুর রবার স্ট্যাম্প ও ফাইল বাজেয়াপ্ত করে। সারদার আয়-ব্যয় সংক্রান্ত বেশকিছু নথিপত্র উদ্ধার করেন গোয়েন্দারা। আয়কর সংক্রান্ত কিছু নথিও মেলে। বিষ্ণুপুর ও জাগুলিয়ায় সংস্থার সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু নথি উদ্ধার হয়।
বেশ কয়েকটি কম্পিউটরের হার্ডডিস্ক ও বাজেয়াপ্ত করা হয়েছে। আজ মনোজ নাগেলকেও দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়। সারদার মোট ৭৮ টি শাখার আমানতের বিষয়টি দেখতেন মনোজ নাগেল। আসানসোল, দুর্গাপুর শাখা প্রতি মাসে বারো কোটি টাকার ব্যবসা করত।

.