দেশকে পিছনে ঠেলে দিতে শীর্ষ আদালতের রায় তাত্পর্যপূর্ণ, মন্তব্য রাষ্ট্রপুঞ্জের

সুপ্রিম কোর্টের রায়ে ভারতে সমকামিতা এখন অপরাধ। এই রায়কে দেশের পিছনে হাঁটার জন্য খুবই তাত্পর্যপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার প্রধান নবি পিল্লে।

Updated By: Dec 12, 2013, 06:11 PM IST

সুপ্রিম কোর্টের রায়ে ভারতে সমকামিতা এখন অপরাধ। এই রায়কে দেশের পিছনে হাঁটার জন্য খুবই তাত্পর্যপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার প্রধান নবি পিল্লে।

পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক দেশে সমকামিতা অপরাধ। শীর্ষ আদালতের এই হাতাশাজনক রায়ের পর জেনেভায় পিল্লে বলেন, "ব্যক্তিগত, পরস্পরের সম্মতিতে হওয়া যৌন সম্পর্ককে অপরাধের আওতায় ফেলা মানে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত মানুষের সাধারণ ও রাজনৈতিক অধিকারকে খর্ব করা। ভারতের সর্বোচ্চ আদালতের এই রায় দেশের পিছনে হাঁটার জন্য খুব তাত্পর্যপূর্ণ এবং মানবাধিকারে বড় আঘাত।" গত কাল সুপ্রিম কোর্ট এই রায় দিয়ে জানায় হাইকোর্ট ৪ বছর আগে নিজেদের সীমা লঙ্ঘন করে সমকামিতাকে স্বীকৃতি গিয়েছিল। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী প্রকৃতির বিরুদ্ধে গিয়ে যৌন সম্পর্ক নিষিদ্ধ।

নিজের দেশ দক্ষিণ আফ্রিকায় হাইকোর্টে কাজ করার অভিজ্ঞতা রয়েছে পিল্লের। তিনি বলেন, "মানবাধিকার প্রসারিত করার ও রক্ষা করার ইতিহাস রয়েছে ভারতে। এই সিদ্ধান্ত সেই ঐতিহ্যের অপমান।" তবে আদালত এই রায় পুনর্বিবেচনা করে দেখবে বলে আশা রাখছেন পিল্লে।

.