জানুন কেন আমাদের অবশ্যই স্যালাড খাওয়া উচিত্‌

দুপুরে কিংবা রাতে যে কোনও খাবারের সময় আমরা স্যালাড খেতে পছন্দ করি। রেস্তোঁরায় গেলেও আপনি হামেশাই দেখে থাকবেন, সমস্ত ডিশের সঙ্গে স্যালাড দেওয়া হয়। স্যালাড তো খান, কিন্তু জানেন কি স্যালাড শুধু অন্য খাবারের স্বাদই বাড়ায় না। তার সঙ্গে আমাদের শরীরের কত উপকার করে?

Updated By: Aug 14, 2016, 04:52 PM IST
জানুন কেন আমাদের অবশ্যই স্যালাড খাওয়া উচিত্‌

ওয়েব ডেস্ক: দুপুরে কিংবা রাতে যে কোনও খাবারের সময় আমরা স্যালাড খেতে পছন্দ করি। রেস্তোঁরায় গেলেও আপনি হামেশাই দেখে থাকবেন, সমস্ত ডিশের সঙ্গে স্যালাড দেওয়া হয়। স্যালাড তো খান, কিন্তু জানেন কি স্যালাড শুধু অন্য খাবারের স্বাদই বাড়ায় না। তার সঙ্গে আমাদের শরীরের কত উপকার করে?

জেনে নিন কী কী কারণে আমাদের স্যালাড খাওয়া উচিত্‌ এবং স্যালাড আমাদের শরীরের কোন কোন উপকার করে-

১) ওজন কমায়- কাঁচা স্যালাড আমাদের শরীরের বাড়তি ওজন কমিয়ে শরীরকে তরতাজা করে তুলতে সাহায্য করে।

২) রোগ প্রতিরোধ করে- কাঁচা সবুজ সব্জি বা ফল বিভিন্ন রোগ যেমন, ক্যানসার এবং বিভিন্ন হৃদরোগঘটিত অসুখের প্রতিরোধ করতে সাহায্য করে।

আরও পড়ুন জানুন ডিম খাওয়া শরীরের পক্ষে ভালো নাকি খারাপ

৩) ত্বক ভালো রাখে- ত্বকের রুক্ষতা, ত্বক ঝুলে যাওয়া, ত্বক ফাটা প্রভৃতি বিভিন্ন ত্বকের সমস্যা প্রতিরোধ করে। সবুজ সব্জি ত্বক সুন্দর ও উজ্জ্বল রাখে।

৪) হজম করতে সাহায্য করে- কাঁচা সবুজ সব্জিতে প্রচুর পরিমানে ইনসলিউবল ফাইবার থাকে। যা আমাদের হজমশক্তি বৃদ্ধিতে সাহায্য করে।

আরও পড়ুন অঙ্গদান সম্পর্কে কয়েকটি জরুরি তথ্য

.