কলকাতা-হাওড়ায় পুরভোটের দিন ঘোষণা, আইনি লড়াইয়ের পথে বিজেপি

তবে হাওড়ার সব ওয়ার্ডে ভোট নয়।

Updated By: Nov 9, 2021, 02:54 PM IST
কলকাতা-হাওড়ায় পুরভোটের দিন ঘোষণা, আইনি লড়াইয়ের পথে বিজেপি

নিজস্ব প্রতিবেদন: কলকাতা এবং হাওড়ায় পুরভোটের (Municipal Election) দিন ঘোষণা। ১৯ ডিসেম্বরই কলকাতা এবং হাওড়ায় পুরভোট (Municipal Election)। রাজ্যের প্রস্তাবে সায় দিয়ে দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)।

তবে হাওড়া কর্পোরেশনের সব ওয়ার্ডে ভোট হবে না। ৬৬টি ওয়ার্ডের মধ্যে ৫০টিতে পুরভোট (Municipal Election) হবে। দীর্ঘদিনের দাবি মেনে বালিতে আলাদা পুরসভা গঠন করতে পারে রাজ্য সরকার। সেজন্য কয়েকটি ওয়ার্ডকে বাদ রেখে ১৯ ডিসেম্বর হাওড়ার ৫০টি ওয়ার্ডে হবে ভোট। কিন্তু কলকাতা কর্পোরেশনের (KMC) সমস্ত ওয়ার্ডে পুরভোট (Municipal Election) হবে। 

এর বিরোধিতা করে আইনি পথে হাঁটতে পারে বিজেপি (BJP)। রাজ্য়ের বিরোধী দলের দাবি, ইতিমধ্য়ে রাজ্যের সমস্ত পুরসভাগুলোর মেয়াদ ফুরিয়ে গিয়েছে। তাই একসঙ্গে সব পুরসভায় ভোট করাতে হবে। রাজ্য বিজেপি (BJP) সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) অভিযোগ, গুন্ডা বাহিনীকে কাজে লাগানোর জন্য ধাপে ধাপে পুরভোট করাচ্ছে সরকার। ইতিমধ্য়ে আইনজীবীদের পরামর্শ নিতে শুরু করেছেন বিজেপি (BJP) নেতারা। 

আরও পড়ুন: Tala Bridge: আগামী বছরের গোড়াতেই খুলছে টালা ব্রিজ? বিধানসভায় ইঙ্গিত পূর্তমন্ত্রীর

আরও পড়ুন: West Bengal Assembly: ৪ প্রার্থীর শপথে রাজ্যপাল কে আক্রমন পার্থর

উপনির্বাচন নিয়ে রাজ্যের শাসকদল যখন জাতীয় নির্বাচন কমিশনকে তাগাদা দিচ্ছিল, তখনই পুরভোটের দাবিতে সরব হয়েছিল বিজেপি (BJP)। শীতেই উপনির্বাচনের ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানিয়েছিলেন, "উপনির্বাচন হয়ে গেলে অন্যান্য নির্বাচন করব।" মমতার কথাতেই স্পষ্ট হয়েছিল, উৎসবের মরসুম কাটার পরই পুরভোট হতে চলেছে বঙ্গে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

 

.