পুরুলিয়ার উন্নয়ন নিয়ে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, ডেকেছেন জরুরি বৈঠক

পুরুলিয়ার উন্নয়ন নিয়ে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তাই আজ জরুরি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তলব করা হয়েছে প্রাক্তন জেলাশসক তণ্ময় চক্রবর্তীকে। এমনকী বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে প্রশাসনের অন্য কর্তাদেরও। পরশু প্রশাসনিক বৈঠকের মাঝপথেই রেগে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। কারণ, সময় মতো কাজই হয়নি পুরুলিয়ায় । টার্গেট অ্যাচিভ করতে পারেননি সরকারি কর্তারাই। বহু ক্ষেত্রেই  নির্দেশ মতো কাজ হয়নি। কন্যাশ্রী, সবুজ সাথী,  স্বাস্থ্য সাথীর মতো প্রকল্পগুলিতে যথেষ্ট খামতি নজরে আসে মুখ্যমন্ত্রীর। স্কুল শিক্ষা দফতর ও পঞ্চায়েতের কাজেও খুশি হননি মুখ্যমন্ত্রী। ক্ষোভ চরমে ওঠে ১০০ দিনের কর্মীদের নিয়োগ নিয়ে।

Updated By: Apr 7, 2017, 11:41 AM IST
পুরুলিয়ার উন্নয়ন নিয়ে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, ডেকেছেন জরুরি বৈঠক

ওয়েব ডেস্ক: পুরুলিয়ার উন্নয়ন নিয়ে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তাই আজ জরুরি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তলব করা হয়েছে প্রাক্তন জেলাশসক তণ্ময় চক্রবর্তীকে। এমনকী বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে প্রশাসনের অন্য কর্তাদেরও। পরশু প্রশাসনিক বৈঠকের মাঝপথেই রেগে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। কারণ, সময় মতো কাজই হয়নি পুরুলিয়ায় । টার্গেট অ্যাচিভ করতে পারেননি সরকারি কর্তারাই। বহু ক্ষেত্রেই  নির্দেশ মতো কাজ হয়নি। কন্যাশ্রী, সবুজ সাথী,  স্বাস্থ্য সাথীর মতো প্রকল্পগুলিতে যথেষ্ট খামতি নজরে আসে মুখ্যমন্ত্রীর। স্কুল শিক্ষা দফতর ও পঞ্চায়েতের কাজেও খুশি হননি মুখ্যমন্ত্রী। ক্ষোভ চরমে ওঠে ১০০ দিনের কর্মীদের নিয়োগ নিয়ে।

ফের একটি চমকদার পরিষেবার ঘোষণা রিলায়েন্স জিও-র!

প্রত্যূষা ব্যানার্জির শর্ট ফিল্ম অবশেষে প্রকাশিত হল

.