Netaji Birthday: নেতাজির নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় এবং প্লানিং কমিশন সহ একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকার আজাদ হিন্দ ফৌজ মনুমেন্ট তৈরি করছে বলে জানিয়েছেন তিনি

Updated By: Jan 23, 2022, 02:15 PM IST
Netaji Birthday: নেতাজির নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় এবং প্লানিং কমিশন সহ একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: রবিবার রেড রোডে নেতাজি জয়ন্তীর সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১২.১৫ মিনিটে সিরেনের সঙ্গেই শঙ্খ বাজিয়ে অনুষ্ঠানের সূচনা করেন তিনি। এরপরেই নেতাজি মূর্তিতে মাল্যদান করেন তিনি। এরপরে মাল্যদান করেন নেতাজির পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যদের মাল্যদান চলাকালীন মঞ্চে নেতাজির গান গাইতে শোনা যায় সুগত বসু এবং তার ভাইকে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি আধিকারিক, মন্ত্রী এবং রাজ্যের বিভিন্ন বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে জানান, “নেতাজি সুভাষ চন্দ্র বসু এক এবং অদ্বিতীয়, তিনি সারা পৃথিবীর এবং সারা দেশের জন্য।”

আরও পড়ুন: নেতাজি জন্মবার্ষিকীকে জাতীয় ছুটি ঘোষণার দাবিতে আরও একবার সরব মমতা!

তিনি আরও জানিয়েছেন যে রাজ্য নেতাজির নামে জাতীয় বিশ্ববিদ্যালয় করছে। এছাড়াও চুঁচুড়াতে নেতাজির নামাঙ্কিত একটি স্পোর্টস বিশ্ববিদ্যালয় শুরু হচ্ছে যেখানে রাজ্য সরকার সহায়তা করবে। এছাড়াও রাজ্য সরকার আজাদ হিন্দ ফৌজ মনুমেন্ট তৈরি করছে বলে জানিয়েছেন তিনি।

একই সঙ্গে তিনি জানিয়েছেন বাংলায় প্লানিং কমিশন গড়ে তোলা হবে বলে জানান তিনি। নেতাজি প্লানিং কমিশনের পরিকল্পনা করেছিলেন যা মোদি সরকার ক্ষমতায় এসে তুলে দেয়। এর বদলে নীতি আয়োগ তৈরি করেছে তারা। এই সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন যে বাংলায় প্লানিং কমিশন করা হবে। এই সিদ্ধান্তকে লজ্জার বলে অভিহিত করেন তিনি।    

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App    

.