বামেদের ধর্মঘটের সঙ্গে নিজেদের আন্দোলনকে মেলাতে রাজি নয় কংগ্রেস

সিপিএমের ডাকা সোমবারের ধর্মঘটের সঙ্গে নিজেদের আন্দোলনকে মিলিয়ে দিতে রাজি নয় প্রদেশ কংগ্রেস। বুঝিয়ে দিলেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। তবে, এই ধর্মঘটের ওপর যে তাদের নৈতিক সমর্থন রয়েছে তা অবশ্য গতকালই হাবেভাবে বুঝিয়ে দিয়েছে কংগ্রেস।

Updated By: Nov 26, 2016, 12:27 PM IST
বামেদের ধর্মঘটের সঙ্গে নিজেদের আন্দোলনকে মেলাতে রাজি নয় কংগ্রেস

ওয়েব ডেস্ক : সিপিএমের ডাকা সোমবারের ধর্মঘটের সঙ্গে নিজেদের আন্দোলনকে মিলিয়ে দিতে রাজি নয় প্রদেশ কংগ্রেস। বুঝিয়ে দিলেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। তবে, এই ধর্মঘটের ওপর যে তাদের নৈতিক সমর্থন রয়েছে তা অবশ্য গতকালই হাবেভাবে বুঝিয়ে দিয়েছে কংগ্রেস।

আরও পড়ুন- সোমবার বামেদের ডাকা বনধকে সমর্থন নয়, দিল্লি থেকে টুইট মমতার

অন্যদিকে, ধর্মঘট ডাকায় সিপিএমের যেটুকু অবশিষ্ট আছে তাও শেষ হয়ে যাবে বলে কটাক্ষ করেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, এভাবে ধর্মঘট ডাকায় তারা রাজ্যে সাধারণ মানুষের থেকে আরও পিছিয়ে পড়বে।  যদিও, কংগ্রেস বা বিজেপির কথায় আমোল দিতে রাজি নয় সিপিএম। তারা নিজেদের মতো কর্মসূচি নিয়েছে। তাই  একা হওয়ার কোনও প্রশ্ন নেই বলে সাফ জানিয়ে দেন সিপিএম নেতা শমীক লাহিড়ি।

.