এক সপ্তাহে ২ বার, উল্টোডাঙার গোডাউনে আগুন ঘিরে রহস্য!

শনিবার রাতে উল্টোডাঙা ক্যানাল ইস্ট রোডের দাসপাড়া ডাল পট্টিতে  কাগজের গোডাউনটিতে আগুন ধরে যায়। 

Updated By: Nov 11, 2018, 12:13 PM IST
এক সপ্তাহে ২ বার, উল্টোডাঙার গোডাউনে আগুন ঘিরে রহস্য!

নিজস্ব প্রতিবেদন:  উল্টোডাঙায় কাগজের গোডাউনে ফের আগুন। বৃহস্পতিবার রাতে এই গোডাউনটিতেই আগুন ধরে যায়। সেই গোডাউনেই ফের আগুন।  রাতভর আগুন নেভানোর চেষ্টা চালিয়েছেন দমকল কর্মীরা।

আরও পড়ুন:  ছাদে মেয়েকে নিয়ে বাজি ফাটাচ্ছিলেন আইনজীবী, স্ত্রীকে ডাকতে এসে বেডরুমে যে অবস্থায় দেখলেন...

শনিবার রাতে উল্টোডাঙা ক্যানাল ইস্ট রোডের দাসপাড়া ডাল পট্টিতে  কাগজের গোডাউনটিতে আগুন ধরে যায়। ঘিঞ্জি এলাকা বলে আগুন নেভাতে গিয়ে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের।  বাসিন্দাদের অভিযোগ, বেআইনিভাবেই তৈরি হয়েছে গোডাউনটি।  গত বৃহস্পতিবারই একবার ওই গোডাউনে আগুন লাগে। শুধু এই দু’বারই নয়, এর আগেও গোডাউনটিতে আশ্চর্যজনকভাবে আগুন ধরে যায়। বিষয়টি নিয়ে সন্দেহ দানা বেঁধেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

আরও পড়ুন: পাড়ার ছোকড়া ছেলেপুলে নয়, পূর্বস্থলী থানার এই ২ পুলিস কর্তার কীর্তি শুনে চমকে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও!

কর্পোরেশনের তরফেও বেআইনি গোডাউনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।  ঘটনার পর থেকেই বেপাত্তা গোডাউন মালিক রাজেশ জয়সওয়াল।

আরও পড়ুন: সকালে যাত্রীদের অধিকাংশই ঘুমোচ্ছিলেন, আচমকাই বিকট শব্দ বাসে, তারপর... রাজ্যে ফের বড়সড় বাস দুর্ঘটনা

.