কলকাতার সব বুথে সম্ভব নয় কেন্দ্রীয় বাহিনী দেওয়া, আশঙ্কা কলকাতা পুলিসের

কলকাতার সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হবে না। আশঙ্কা কলকাতা পুলিসের। এর আগে, দশই মার্চ, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে, কলকতার সমস্ত বুথের নিরাপত্তার জন্য একশ দশ কাম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল কলকাতা পুলিস। কিন্তু নির্বাচন কমিশন পঞ্চাশ কাম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী দিতে পারবে না বলে জানিয়েছে।

Updated By: Mar 25, 2014, 11:02 AM IST

কলকাতার সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হবে না। আশঙ্কা কলকাতা পুলিসের। এর আগে, দশই মার্চ, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে, কলকতার সমস্ত বুথের নিরাপত্তার জন্য একশ দশ কাম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল কলকাতা পুলিস। কিন্তু নির্বাচন কমিশন পঞ্চাশ কাম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী দিতে পারবে না বলে জানিয়েছে।

বিগত লোকসভা ভোটের তূলনায় এবার কলকতা পুলিসের এলকা বেশ খানিকটা বেড়েছে। বেড়েছে পোলিং বুথের সংখ্যা। এই অবস্থায় কলকতার বহু বুথেই কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হবে না বলে আশঙ্কা করছে পুলিস। বিষয়টি নিয়ে আজ উপ মুখ্য নির্বাচন কমিশনার বিনোদ জুত্‍ সি সঙ্গে আলোচনা করতে পারেন কলকাতার পুলিস কমিশনার।

.