বিধানসভা ত্রিশঙ্কু হলে BJP-র সঙ্গে সমঝোতা করবেন Mamata: Yechury

এ দিন জোটের স্লোগানও বেঁধে দিয়েছেন সীতারাম ইয়েচুরি।

Updated By: Feb 28, 2021, 08:32 PM IST
বিধানসভা ত্রিশঙ্কু হলে BJP-র সঙ্গে সমঝোতা করবেন Mamata: Yechury

নিজস্ব প্রতিবেদন: বিজেপি ও তৃণমূল ছাড়াও বাংলার ভোটে শক্তিশালী বিকল্প হয়ে উঠতে চলেছে 'সংযুক্ত মোর্চা'। এমন দাবিই করলেন সূর্যকান্ত মিশ্র ও অধীর চৌধুরীরা। আরও একধাপ এগিয়ে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) বললেন,'বিধানসভা  ত্রিশঙ্কু হলে মুখ্যমন্ত্রী কী করবেন! কুর্সি বাঁচানোর জন্য বিজেপির সঙ্গে তিনি সমঝোতা করলে আশ্চর্য হবেন না।'  

ইয়েচুরি (Sitaram Yechury) বলেন,'ত্রিশঙ্কু হলে কী হবে? মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন। গত ১০ বছরে একাধিকবার বিজেপির সঙ্গে সমঝোতা করেছেন। বহুবার বিজেপির সঙ্গে জোটে বেঁধে ভোটে লড়াই করেছেন। বাংলায় বিজেপিকে ডেকে এনেছেন। ত্রিশঙ্কু হলে মুখ্যমন্ত্রী কী করবেন! কুর্সি বাঁচানোর জন্য বিজেপির সঙ্গে সমঝোতা করলে আশ্চর্য হবেন না।'

এর পাশাপাশি এ দিন জোটের স্লোগানও বেঁধে দিয়েছেন সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। তাঁর কথায়, 'ধর্মের সঙ্গে ধর্ম লড়িয়ে দিয়েছে বিজেপি-তৃণমূল। লুঠপাঠের নয়, জাতপাতের নয়, জনহিতের সরকার চাই বাংলায়। জনহিত মানে জমি, চাকরি ও জীবনের নিরাপত্তা।' সীতারাম ইয়েচুরির দাবি, বাংলায় পরিবর্তন আসছে। 

আরও পড়ুন- 'ভাইজান'কে মঞ্চে দেখেই থামলেন Adhir, বুঝিয়ে রাজি করালেন Biman-Salim

 

.