Murders In Kolkata: কলকাতা শহরে এখনওপর্যন্ত কিনারা হয়নি এইসব খুনের

খুনের তদন্তে নেমে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গলিতে সন্দেভাজন 'মুভমেন্টে'র বেশ কিছু ছবি পেয়েছে পুলিস

Updated By: Jun 7, 2022, 07:19 PM IST
Murders In Kolkata: কলকাতা শহরে এখনওপর্যন্ত কিনারা হয়নি এইসব খুনের

রণয় তিওয়ারি: ভবানীপুর জোড়া খুনের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। তবে পুলিসের প্রাথমিক অনুমান, টাকার জন্যই খুন করা হয়েছে হরিশ মুখার্জি রোডের গুজরাটি দম্পতি অশোক শাহ ও রেশমি শাহ। এখনওপর্যন্তা জানা যাচ্ছে বাড়ি বিক্রির অগ্রিম বাবদ ১ লাখ টাকা অগ্রিম পেয়েছিলেন অশোক। তার মধ্যে ৩০-৪০ হাজার টাকা উধাও।

খুনের তদন্তে নেমে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গলিতে সন্দেভাজন 'মুভমেন্টে'র বেশ কিছু ছবি পেয়েছে পুলিস। সেই ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে।

এদিকে, শহরে এরকম আরও অনেক খুনের ঘটনাই ঘটেছে। এর মধ্য বহু কেসের সমাধান করতে পারেনি পুলিস। দেখে নেওয়া যাক সেইসব সেইসব মামলা।

** ২০১৩ সালের ৭ জুলাই কসবার এক ফ্ল্যাটে খুন হন বছর ৬৯ এর সুলোচনা চারি। খুনের কিনারা এখনও করতে পারেননি তদন্তকারি অফিসাররা।

** ২০১৪ সালের ২৫ ডিসেম্বর গার্ডেনরিচে খুন হন জহুরা খাতুন নামে এক বৃদ্ধা। পাশেই জখম অবস্থায় পড়েছিল বৃদ্ধার ছোট্ট নাতনি ফারিয়া। খুনের কিনারা আজ পর্যন্ত হয়নি।

** ২০২১ সালের ১৫ জানুয়ারি বউবাজারের ফিয়ার্স লেনে খুন হন বছর ৭৫ এর আয়ুব ফিদা আলি আগা। 
তাঁর গলায় গভীর ক্ষত চিহ্ন ছিল। সেই ঘটনায় খুনির সন্ধান এখনও পাননি তদন্তকারীরা। 

** ২০১৬ সালের ১৭ অগাস্ট হেস্টিংসের কাছে দ্বিতীয় হুগলি সেতুর নীচে মাছের ড্রাম থেকে উদ্ধার হয় এক যুবকের দেহ।
এক্ষেত্রে খুনের কিনারা করা তো দূরের কথা, দেহ শনাক্ত পর্যন্ত করা যায়নি।

** ২০১৬ সালের নভেম্বর মাসে ময়দানের আউট্রাম রোডে এক মহিলার দেহ উদ্ধার হয়। এই ঘটনাতেও খুনের কোনও কিনারা হয়নি।

আরও পড়ুন-Kolkata: ঝাঁঝরা ফুসফুসে জীবন দান! নাকে নল নিয়েই ১০ বছরের কালাম স্বপ্ন দেখে 'ডাক্তার হব'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.