মেয়র পারিষদ ও কাউন্সিলর অনুগামীদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত মেটিয়াবুরুজ

ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল। মেয়র পারিষদ ও কাউন্সিলর অনুগামীদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত মেটিয়াবুরুজ। মেয়র পারিষদ শামসুজ্জামান আনসারির বিরুদ্ধে পুরকর্মীদের কাজে বাধা ও মারধরের  অভিযোগে সরব কাউন্সিলর আখতারি শাহজাদা। অভিযোগ উড়িয়ে কাউন্সিলরের বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছেন মেয়র পারিষদও। গোলমালের সূত্রপাত এলাকার একটি মাঠকে ঘিরে। শনিবার সকালে মাঠ ভরাটের কাজ করছিলেন পুরকর্মীরা। কাউন্সিলর আখতারি শাহজাদার অভিযোগ,তাঁদের ওপর চড়াও হয় মেয়র পারিষদ সামসুজ্জামান আনসারি ও তাঁর ছেলের অনুগামীরা। অভিযোগ, আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে চলে হামলা। হামলাকারীদের হাত থেকে রেহাই পাননি আখতারি নিজেও।প্রতিবাদে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন আখতারির অনুগামীরা। পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন তিনি।তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দেন মেয়র পারিষদ শামসুজ্জামান আনসারি। পাল্টা অভিযোগ করেছেন কাউন্সিলর আখতারির বিরুদ্ধেই। মারধরের প্রতিবাদে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন কাউন্সিলরের অনুগামীরা।মেটিয়াবুরুজ থানার বিশাল পুলিস বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Updated By: Jan 9, 2016, 09:40 PM IST
মেয়র পারিষদ ও কাউন্সিলর অনুগামীদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত মেটিয়াবুরুজ

ওয়েব ডেস্ক: ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল। মেয়র পারিষদ ও কাউন্সিলর অনুগামীদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত মেটিয়াবুরুজ। মেয়র পারিষদ শামসুজ্জামান আনসারির বিরুদ্ধে পুরকর্মীদের কাজে বাধা ও মারধরের  অভিযোগে সরব কাউন্সিলর আখতারি শাহজাদা। অভিযোগ উড়িয়ে কাউন্সিলরের বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছেন মেয়র পারিষদও। গোলমালের সূত্রপাত এলাকার একটি মাঠকে ঘিরে। শনিবার সকালে মাঠ ভরাটের কাজ করছিলেন পুরকর্মীরা। কাউন্সিলর আখতারি শাহজাদার অভিযোগ,তাঁদের ওপর চড়াও হয় মেয়র পারিষদ সামসুজ্জামান আনসারি ও তাঁর ছেলের অনুগামীরা। অভিযোগ, আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে চলে হামলা। হামলাকারীদের হাত থেকে রেহাই পাননি আখতারি নিজেও।প্রতিবাদে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন আখতারির অনুগামীরা। পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন তিনি।তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দেন মেয়র পারিষদ শামসুজ্জামান আনসারি। পাল্টা অভিযোগ করেছেন কাউন্সিলর আখতারির বিরুদ্ধেই। মারধরের প্রতিবাদে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন কাউন্সিলরের অনুগামীরা।মেটিয়াবুরুজ থানার বিশাল পুলিস বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

.