২০১৪ লোকসভা ভোটের নিরিখে রাজ্যে যেসব কেন্দ্রগুলিতে এগিয়ে বামফ্রন্ট

Updated By: Feb 15, 2016, 05:26 PM IST

ভোটের বাদ্যি বেজে যাবে যে কোনও দিন। বাম-ডান সব দলই এখন ব্যস্ত ভোটের আগে নিজেদের গুটি সাজাতে। আসুন এমন সময় জেনে নেওয়া যাক শেষ বড় ভোট ২০১৪ লোকসভা নির্বাচনে রাজ্যে কোন কোন বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল বামফ্রন্ট--গোটা রাজ্যে খারাপ ফলের মধ্যেই বামেদের পাশে দাঁড়িয়েছিল এই ২৬টি বিধানসভা কেন্দ্র--

জেলা- আলিপুরদুয়ার-
বিধানসভা কেন্দ্র- আলিপুরদুয়ার, কুমারগ্রাম, নাগরাকাটা

জেলা- জলপাইগুড়ি
বিধানসভা কেন্দ্র-জলপাইগুড়ি

জেলা-উত্তর দিনাজপুর
বিধানসভা কেন্দ্র- চাকুলিয়া, করনদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ

জেলা- কোচবিহার
বিধানসভা কেন্দ্র- মেখলিগঞ্জ

জেলা-মালদা
বিধানসভা কেন্দ্র-গাজোল, হাবিবপুর

জেলা-মুর্শিদাবাদ
বিধানসভা কেন্দ্র-নবগ্রাম, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, রানিনগর,জলঙ্গি

জেলা- নদিয়া
বিধানসভা কেন্দ্র- করিমপুর

জেলা- উত্তর ২৪ পরগনা
বিধানসভা কেন্দ্র- স্বরূপনগর

জেলা- দক্ষিণ ২৪ পরগনা

বিধানসভা কেন্দ্র- কুলতলি, যাদবপুর

 

জেলা-বর্ধমান
বিধানসভা কেন্দ্র- কাটোয়া, জামুরিয়া

জেলা-পুরুলিয়া
বিধানসভা কেন্দ্র-পারা

জেলা- বীরভূম
নলহাটি,  মুরারই

.