পুজোর আগে মদনের ট্যাক্সি `উপহার`

পুজোর আগেই কলকাতার রাস্তায় চার হাজার নতুন ট্যাক্সি নামাতে চলেছে রাজ্য পরিবহন দফতর। সোমবার একথা ঘোষণা করেন পরিবহনমন্ত্রী মদন মিত্র। একই সঙ্গে কোনও ট্যাক্সি যাত্রী প্রত্যাখ্যান করলে তার লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে বলেও এদিন জানান পরিবহনমন্ত্রী।

Updated By: Sep 3, 2013, 09:46 AM IST

পুজোর আগেই কলকাতার রাস্তায় চার হাজার নতুন ট্যাক্সি নামাতে চলেছে রাজ্য পরিবহন দফতর। সোমবার একথা ঘোষণা করেন পরিবহনমন্ত্রী মদন মিত্র। একই সঙ্গে কোনও ট্যাক্সি যাত্রী প্রত্যাখ্যান করলে তার লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে বলেও এদিন জানান পরিবহনমন্ত্রী।
ট্যাক্সি চালকদের যাত্রী প্রত্যাখ্যানের প্রবণতা রুখতে সোমবার সন্ধেবেলা ব্যস্ত ধর্মতলা চত্বরে খোদ হাজির পরিবহণমন্ত্রী মদন মিত্র। কলকাতা পুরসভার কমিশনার এবং পদস্থ পুলিস আধিকারিকদের সঙ্গে এদিন ধর্মতলা চত্বর ঘুরে দেখেন পরিবহণমন্ত্রী। সঙ্গে ছিলেন ট্যাক্সি ইউনিয়নের প্রতিনিধিরাও।
 
নিউ মার্কেট পার্কোম্যাট সংলগ্ন রাস্তাও এদিন ঘুরে দেখেন পরিবহণমন্ত্রী। পুজোর আগেই শহরে চার হাজার নতুন ট্যাক্সি নামানো হবে বলেও এদিন জানান মদন মিত্র।
 
শহরের প্রি-পেইড ট্যাক্সি স্ট্যান্ড ছাড়াও কিছু কিছু পার্কিং প্লেসে ট্যাক্সি যাতে দাঁড়াতে পারে সে বিষয়টিও পুলিস ও পুরসভাকে দেখতে বলা হয়েছে বলে জানান পরিবহণমন্ত্রী।
 

Tags:
.