বর্ষার মুখরোচক রেসিপি- 'পনীর পালক চিজ বল'

গরমের হাত থেকে খানিকটা মুক্তি দিতে এসে গিয়েছে বহু প্রতীক্ষিত বর্ষাকাল। আর বর্ষাকাল মানেই তো ঝমঝমে বৃষ্টির মধ্যে বাড়িতে বসে নানারকম মুখরোচক খাবার খাওয়া। তবে মুখরোচক খাবার মানেই কি সেই আলুর চপ, বেগুনি কিংবা পাঁপড়ভাজা? সেসব তো থাকলোই। এবারের বর্ষায় না হয় অন্য কিছু ট্রাই করলেন। বাড়িতে অতিথি এলে কিংবা এমনি নিজেরই স্বাদ পরিবর্তন করতে ট্রাই করে দেখতে পারেন 'পনীর পালক চিজ বল'। এটি বানানো খুবই সোজা। আর উপকরণও একেবারেই ঘরোয়া। তাই নতুন এই রেসিপি বাড়িতে তৈরি করে এবারের বর্ষাকে আরও মনোরম করে তুলুন।

Updated By: Jul 2, 2016, 05:41 PM IST
বর্ষার মুখরোচক রেসিপি- 'পনীর পালক চিজ বল'

ওয়েব ডেস্ক: গরমের হাত থেকে খানিকটা মুক্তি দিতে এসে গিয়েছে বহু প্রতীক্ষিত বর্ষাকাল। আর বর্ষাকাল মানেই তো ঝমঝমে বৃষ্টির মধ্যে বাড়িতে বসে নানারকম মুখরোচক খাবার খাওয়া। তবে মুখরোচক খাবার মানেই কি সেই আলুর চপ, বেগুনি কিংবা পাঁপড়ভাজা? সেসব তো থাকলোই। এবারের বর্ষায় না হয় অন্য কিছু ট্রাই করলেন। বাড়িতে অতিথি এলে কিংবা এমনি নিজেরই স্বাদ পরিবর্তন করতে ট্রাই করে দেখতে পারেন 'পনীর পালক চিজ বল'। এটি বানানো খুবই সোজা। আর উপকরণও একেবারেই ঘরোয়া। তাই নতুন এই রেসিপি বাড়িতে তৈরি করে এবারের বর্ষাকে আরও মনোরম করে তুলুন।

'পনীর পালক চিজ বল' বানানোর রেসিপিটি দেখে নিন-

.