দশ টাকার কয়েন নিয়ে নির্দেশিকা RBI-এর

দশ টাকার কয়েন নিয়ে নয়া ঘোষণা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের। মঙ্গলবার আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হল দশ টাকার কয়েন নিতে কেউ অস্বীকার করলে এমন অভিযোগ পাওয়ার পরই দ্রুত কড়া আইনি পদক্ষেপ কর হবে। জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক।

Updated By: Sep 20, 2016, 10:32 PM IST
দশ টাকার কয়েন নিয়ে নির্দেশিকা RBI-এর

ওয়েব ডেস্ক: দশ টাকার কয়েন নিয়ে নয়া ঘোষণা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের। মঙ্গলবার আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হল দশ টাকার কয়েন নিতে কেউ অস্বীকার করলে এমন অভিযোগ পাওয়ার পরই দ্রুত কড়া আইনি পদক্ষেপ কর হবে। জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক।

আরও পড়ুন- ১০ টাকার কয়েন সম্পর্কে ছড়ানো গুজবটি ভুয়ো

ক দিন আগে সোশ্যাল মিডিয়ায় জোর গুজব ওঠে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নাকি দশ টাকার কয়েন বাতিল করে দেওয়া হয়েছে। পরে RBI এমন গুজব উড়িয়ে দেয়। আজ আরবিআইয়ের পক্ষ থেকে বলে দেওয়া হল ১০ টাকার প্রত্যাখান করলে ব্যবস্থা নেওয়া হবে। অদূর ভবিষ্যতেও দশ টাকার কয়েন বাতিল হবে না বলে জানানো হয়েছে।

.