সরকারি কর্মীদের ৩ মাসের ডিএ স্থগিত করার সিদ্ধান্ত কেন্দ্রের

পরিবর্ত পরিস্থিতিতে খরচে কাটছাঁট করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হল বলে মনে করা হচ্ছে। 

Updated By: Apr 23, 2020, 02:20 PM IST
সরকারি কর্মীদের ৩ মাসের ডিএ স্থগিত করার সিদ্ধান্ত কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন :  করোনাভাইরাস সংকটের মাঝে বন্ধ করা হল সরকারি কর্মচারীদের ৩ মাসের মহার্ঘ্য ভাতা। বুধবারই কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রকের তরফে লকডাউন পরিস্থিতিতে চলতি বছরে ডিএ বৃদ্ধি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবর্ত পরিস্থিতিতে খরচে কাটছাঁট করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হল বলে মনে করা হচ্ছে। 

এর আগে করোনাভাইরাস পরিস্থিতির আগে মার্চ মাসে ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে ২১ শতাংশ ডিএ করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রক। কিন্তু বর্তমান করোনাভাইরাস লকডাউন পরিস্থিতিতে সেই ডিএ বৃদ্ধি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার সেই ডিএ তিন মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রক। 

করোনাভাইরাস পরিস্থিতে সরকারের করের থেকে আয় অনেকাংশেই কমে গিয়েছে। উল্টে বিভিন্ন খাতে অতিরিক্ত খরচ হচ্ছে। ফলে, সেই খরচের জোগান দিতে বিভিন্ন খাতে বরাদ্দে কাটছাঁট করা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত গুজবে কান দিতে নিষেধ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। তবে, ডিএ-র বিষয়ে সেই সময়ে কিছু জানায়নি কেন্দ্র। 

আরও পড়ুন : লড়াই প্রত্যেক নাগরিকের... দুঃস্থদের জন্য মাস্ক বানিয়ে বার্তা রাষ্ট্রপতির স্ত্রীর

.