লড়াই প্রত্যেক নাগরিকের... দুঃস্থদের জন্য মাস্ক বানিয়ে বার্তা রাষ্ট্রপতির স্ত্রীর

করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরা অত্যন্ত জরুরি।

Updated By: Apr 23, 2020, 10:52 AM IST
লড়াই প্রত্যেক নাগরিকের... দুঃস্থদের জন্য মাস্ক বানিয়ে বার্তা রাষ্ট্রপতির স্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: দেশের প্রথম নাগরিক থেকে আমজনতা, করোনা আতঙ্কে বিপর্যস্ত। মারণ রোগের গ্রাসে একটু একটু করে গোটা দেশ যেন তলিয়ে যাচ্ছে। সেখান থেকে দেশকে বাঁচাতে শুধু সরকার বা প্রশাসনের একার দায়িত্ব নয়, প্রত্যেক নাগরিকের কাঁধে সেই দায়িত্ব বর্তেছে। নিজের হাতে মাস্ক বানিয়ে সেই বার্তাই দিলেন দেশের ফার্স্ট লেডি তথা রাষ্ট্রপতির স্ত্রী সবিতা কোবিন্দ।
সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে সবিতা দেবী নিজে হাতে সেলাই মেশিনে মাস্ক বানাচ্ছেন। নিজেও একটি মাস্ক পরে রয়েছেন। জানা যাচ্ছে, দিল্লি আরবান শেল্টার ইম্প্রুভমেন্ট বোর্ডের অধীনে থাকা আবাসিকদের ওই মাস্ক তুলে দেওয়া হবে। প্রায় সব রাজ্যই এখন মাস্ক পরাকে বাধ্যতামূলক করেছে।

আরও পড়ুন:কিছু এলাকায় মধ্যবিত্ত, স্বনির্ভর মানুষের জন্য ফের ক্ষুদ্র ঋণ পরিষেবা শুরু করল বন্ধন ব্যাঙ্ককরোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরা অত্যন্ত জরুরি। মাসাধিকাল ধরে  লকডাউন বলবত্ রাখা হয়েছে। কিন্তু এরপরেও বিভিন্ন জায়গায় লকডাউন ভেঙে রাস্তায় বেরিয়ে পড়ছেন মানুষ। সচেতনতা বৃদ্ধি করতে প্রশাসন-পুলিস সব রকমের চেষ্টা চালাচ্ছে। থেমে নেই সেলিব্রিটিরাও। ভিডিয়োর মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দিচ্ছেন তাঁরা। এবার খোদ রাষ্ট্রপতির স্ত্রী মাস্ক বানিয়ে বার্তা দিলেন, এই মুহূর্তে করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে প্রত্যেক দেশবাসীকে। সামর্থ্য অনুযায়ী দুঃস্থদের পাশে এভাবেও থাকা যায়, সেই বার্তাও দিয়ে রাখলেন সবিতা দেবী।

.